Monday 25 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চায়ের দোকানে ফেলে যাওয়া শিশুটি ফিরল বাবার কোলে

লোকাল করেসপন্ডেন্ট
৪ এপ্রিল ২০২১ ১২:০৪

বেনাপোল (যশোর): বেনাপোলে এক চায়ের দোকানে ফেলে যাওয়া দুই বছরের শিশুটিকে ফিরে পেলো তারা বাবাকে। শনিবার (৩ এপ্রিল) বিকেলে ৩ টার সময় বেনাপোল পোর্ট থানার পুলিশ শিশুটিকে তার বাবার কাছে হস্তান্তর করে।

উদ্ধার হওয়া শিশুটি বেনাপোল পৌর এলাকার সাদিপুর গ্রামের কালু মিয়ার ছেলে আলিফ হাসান।

পুলিশ জানায়, গতকাল (২ এপ্রিল) রাত ৮ টার সময় বেনাপোল বাজারে এক চায়ের দোকানে শিশুটিকে রেখে বাথরুমে যাওয়ার কথা বলে পালিয়ে যায় তার মা। এ সময় সে চায়ের দোকানদার তোফাজ্জেল হোসেন শিশু আলিফ হাসানকে নিয়ে এসে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করে। পরবর্তী সময়ে শিশুটির ছবিসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ও কয়েকটি অনলাইন পত্রিকায়য় সংবাদ প্রকাশ হলে শিশুটির বাবার নজরে আসে। শনিবার বিকেল ৩ টার সময় শিশুটির পিতা থানায় উপযুক্ত প্রমাণ দিলে শিশু আলিফ হাসানকে তার বাবার কাছে হস্তান্তর করা হয়।

আরও পড়ুন: চায়ের দোকানে সন্তান রেখে লাপাত্তা মা

শিশুটির বাবা কালু মিয়া জানান, ভারতে থাকা অবস্থায় ওই নারীর সঙ্গে তার কন্ট্রাক্ট ম্যারেজ হয়েছিল। চুক্তি শেষ হওয়ার পরও তারা স্বাভাবিকভাবে সংসার চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু হঠাৎ কিছু দিন ধরে তার স্ত্রীর সঙ্গে কোলাহল চলছিল। তার জের ধরে গতকাল রাতে ছেলেকে বাজারে চায়ের দোকানে রেখে পালিয়ে যায়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মামুন খান জানান, শিশুটির বাবা থানায় এসে উপযুক্ত প্রমাণ দিলে শিশু আলিফকে তার বাবার কাছে হস্তান্তর করা হয়েছে।

সারাবাংলা/একে

বেনাপোল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর