পাকিস্তানে বেসরকারিভাবে ভ্যাকসিন কেনার হিড়িক
৫ এপ্রিল ২০২১ ০৩:০৯
পাকিস্তানে বেসরকারিভাবে কোভিড-১৯ মহামারির ভ্যাকসিন কেনার হিড়িক লেগে গেছে। খবর রয়টার্স।
এ ব্যাপারে দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর করাচি থেকে ভ্যাকসিন বিপণন প্রতিষ্ঠানগুলো রোববার (৪ এপ্রিল) রয়টার্সকে জানিয়েছেন ইতোমধ্যেই তাদের হাতে থাকা রাশিয়ায় উদ্ভাবিত স্পুটনিক-ভি ভ্যাকসিনের মজুত ফুরিয়ে গেছে। ভ্যাকসিনের ব্যাপারে ক্রেতাদের আগ্রহ কল্পনাতীত বলেও তারা জানিয়েছেন।
এর আগে, এই সপ্তাহান্তে স্পুটনিক-ভি করোনা ভ্যাকসিন পাকিস্তানে বেসরকারিভাবে বাণিজ্যিক বিপণনের অনুমোদন পায়। দুই ডোজ ভ্যাকসিন ১২ হাজার রুপি দরে কিনতে পারছেন নাগরিকরা।
তারও আগে, সরকারিভাবে ফ্রন্টলাইনার স্বাস্থ্যকর্মী এবং ৫০ বছরের বেশি বয়সী নাগরিকদের জন্য করোনা ভ্যাকসিন নিশ্চিত করার উদ্যোগ নেয় পাকিস্তান। কিন্তু, ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রমের ধীরগতির কারণে সাধারণ নাগরিকেরা বিশেষত তরুণরা বেসরকারিভাবে ভ্যাকসিন নিশ্চিত করতে উদ্যোগী হচ্ছেন বলে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে।
সাদ আহমেদ নামে ৩৪ বছর বয়সী একজন পাকিস্তানি রয়টার্সকে জানাচ্ছেন, আন্তর্জাতিক ভ্রমণ নির্বিঘ্ন করতেই ভ্যাকসিন নিয়ে নিতে চাইছেন তিনি; সেক্ষেত্রে দামের বিষয়টি তাকে অতটা ভাবিত করছে না।
অন্যদিকে, বেসরকারি পর্যায়ে ভ্যাকসিনের দাম নিয়ে সরকার এবং উৎপাদক প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর কষাকষি চলমান রয়েছে। তার জের ধরে আদালতের মাধ্যমে ৫০ হাজার ডোজ স্পুটনিক-ভি ভ্যাকসিনের বিপণণ আদেশ আদায় করে নিয়েছিল ওই রাশিয়ান ভ্যাকসিনের পাকিস্তানি আমদানিকারক।
প্রসঙ্গত, নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সোমবার (৫ এপ্রিল) পর্যন্ত পাকিস্তানে ১৪ হাজার ৮০০ মানুষের মৃত্যু হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং প্রতিরক্ষামন্ত্রীসহ আরও অন্তত ছয় লাখ ৯০ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন।
সারাবাংলা/একেএম
করোনা ভ্যাকসিন কোভিড-১৯ নভেল করোনাভাইরাস পাকিস্তান স্পুটনিক-ভি