Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিধিনিষেধ পালনে কার্যকর পদক্ষেপের নির্দেশ

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ এপ্রিল ২০২১ ১৬:৩৫

ফাইল ছবি

ঢাকা: করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে আগামী ১৪ এপ্রিল (বুধবার) থেকে ২১ এপ্রিল পর্যন্ত সরকার যে কঠোর বিধিনিষেধ জারি করেছে তা যেন সাধারণ জনগণ পালন করে সেজন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রতি দিক নির্দেশনা দিয়ে তিনি বলেন, এই উদ্যোগ যেন মানুষ মেনে চলে সে বিষয়টি নিশ্চিত করতে হবে।

সোমবার (১২ এপ্রিল) এক ভিডিও বার্তায় তিনি এই নির্দেশনা দেন। তিনি বলেন, বিধিনিষেধগুলো যেন সকলে যথাযথভাবে পালন করে সেজন্য মাঠ প্রশাসনকে বিশেষ করে জেলা ও উপজেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য নির্দেশ দেওয়া হলো। এসময় নির্দেশগুলো ভিডিওবার্তায় তুলে ধরেন প্রতিমন্ত্রী।

এর আগে ১৩টি বিধিনিষেধ সম্বলিত নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। সেখানে ১৪ এপ্রিল থেকে ২১ এপ্রিল সরকারি বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ রাখা এবং সব ধরনের গণপরিবহন বন্ধ রাখার কথা বলা হয়। তবে জরুরি সেবা দেওয়া প্রতিষ্ঠান ও সংস্থা খোলা থাকবে। খোলা থাকবে শিল্প কারখানাও। এই সময়ে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার বিধিনিষেধ দেওয়া হলেও কাঁচাবাজার ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য খোলা স্থানে কেনাবেচার জন্য সকাল ৯টা থেকে বিকাল ৩টা মোট ৬ ঘণ্টা সময় দেওয়া হয়েছে।

সারাবাংলা/জেআর/এসএসএ

জনপ্রশাসন প্রতিমন্ত্রী বিধিনিষেধ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর