Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশের অভ্যন্তরে স্বল্প দূরত্বে বিমান চলাচল নিষিদ্ধ করবে ফ্রান্স

সারাবাংলা ডেস্ক
১৩ এপ্রিল ২০২১ ০০:০২

ফ্রান্সের অভ্যন্তরে স্বল্প দূরত্বের যেসব স্থানে ট্রেন সার্ভিস রয়েছে সেখানে বিমান চলাচল নিষিদ্ধ করার বিষয়ে একমত হয়েছেন দেশটির আইন প্রণেতারা। মূলত কার্বন নিঃসরণ কমানোর লক্ষে এই সিদ্ধান্ত নিয়েছেন তারা। খবর বিবিসি।

সপ্তাহ শেষে যেসব রুটে দুই থেকে আড়াই ঘণ্টার মধ্যে ট্রেনে যাওয়া সম্ভব সেসব রুটে বিমান চলাচল নিষিদ্ধ করার বিষয়ে আইন প্রণেতারা ভোট দিয়েছেন।

তবে কানেক্টিং ফ্লাইটগুলোর ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা কোনো প্রভাব ফেলবে না। এখন এই সিদ্ধান্ত আইনে পরিণত হওয়ার আগে সিনেটে ভোটে জন্য তোলা হবে। আর সিনেটে পাস হলে তা আইনে পরিণত হবে।

দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকো ২০১৯ সালে ফ্রান্স সিটিজেনস কনভেনশন অব ক্লাইমেট নামক একটি কমিটি গঠন করে। সেখানে দেশটির ১৫০ জন নাগরিককে সদস্য করা হয়। দেশের অভ্যন্তরে যেসব স্থানে চার ঘণ্টায় পৌঁছান যায়, সেখান বিমান চলাচল নিষিদ্ধ করার প্রস্তাব করে সেই কমিটি।

তবে ফ্রান্সের কিছু অঞ্চল এবং বিমান সংস্থা এয়ার ফ্রান্স (কেএলএম) থেকে এ বিষয়ে আপত্তি আসার ফলে তা কমিয়ে দুই থেকে আড়াই ঘন্টা কমিয়ে আনা হয়।

সারাবাংলা/এনএস

কার্বন নিঃসরণ টপ নিউজ ফ্রান্স স্বল্প দূরত্বেবিমান চলাচল নিষিদ্ধ

বিজ্ঞাপন

আদানি গ্রুপের নতুন সংকট
২২ নভেম্বর ২০২৪ ১৫:৩৬

নতুন ইসির শপথ রোববার দুপুরে
২২ নভেম্বর ২০২৪ ১৪:২৩

আরো

সম্পর্কিত খবর