Tuesday 01 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রাক্টর-মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ এপ্রিল ২০২১ ০৮:৫৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঝিনাইদহ: মহেশপুর উপজেলার কৃষ্ণচন্দ্রপুর এলাকায় ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে আসাদুজ্জামান (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) বিকেলে এই সড়ক দুর্ঘটনা ঘটে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত আসাদুজ্জামান ঝিনাইদহ পৌরসভার আদর্শপাড়ার ইয়াছিন আলীর ছেলে।

ওসি জানান, আসাদুজ্জামান মোটরসাইকেলে চড়ে জীবননগর থেকে ঝিনাইদহে আসছিলেন। কালীগঞ্জ জীবননগর সড়কের কৃষ্ণচন্দ্রপুর পৌঁছালে একটি অবৈধ মাটি টানা ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষে নিহত হন। দুর্ঘটনায় তার বাইকটি দুমড়ে মুচড়ে যায়। খবর পেয়ে বিকেল ৫টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বিজ্ঞাপন

তিনি জানান, ট্রাক্টরটি আটক করা হয়েছে। চালক পলাতক রয়েছে।

সারাবাংলা/এসএসএ

নিহত সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর