Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরিশালের বাজারগুলোতে ব্যাপক ভিড়, স্বাস্থ্যবিধি উপেক্ষিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ এপ্রিল ২০২১ ১৬:১১

বরিশাল: সরকারের জারি করা কঠোর বিধিনিষেধের তৃতীয় দিন শুক্রবার (১৬ এপ্রিল) বরিশালের বাজারগুলোতে ব্যাপক ভিড় দেখা গেছে। এতে স্বাস্থ্যবিধি উপেক্ষিত হয়েছে। নগরীর সদর রোড, চকবাজার, ফজলুল হক অ্যাভিনিউসহ অন্যান্য এলাকার দোকানপাঠ বন্ধ রয়েছে। প্রধান প্রধান রাস্তাঘাট অনেকাংশ জনশূন্য। তবে গত দুই দিনের চেয়ে তৃতীয় দিনে নগরীতে রিকশা চলাচল কিছুটা বেড়েছে। এদিকে কঠোর বিধিনিষেধসহ স্বাস্থ্যবিধি রক্ষায় নগরীতে অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের দু’টি ভ্রাম্যমাণ আদালত।

করোনা সংক্রমণ রোধে সরকারের সাত দিনের কঠোর বিধিনিষেধ ভালোভাবেই চলছে বরিশালে। তবে শুক্রবার সকালে বরিশাল নগরীর পোর্ট রোড, মৎস্য আড়ত, বাজার রোডসহ প্রতিটি বাজার ছিল ক্রেতায় ঠাসা। এসব বাজারে গায়ে ধাক্কা লাগিয়ে কিংবা গা ঘেঁষে কেনাকাটা করতে দেখা গেছে অনেককে। মাস্ক না পড়া স্বাস্থ্যবিধি মানতে বেশ অনীহা তাদের। যদিও নানা অজুহাত দিয়েছেন তারা।

এদিকে কঠোর বিধিনিষেধসহ স্বাস্থ্যবিধি রক্ষায় শুক্রবার নগরীতে অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের দুটি ভ্রাম্যমাণ আদালত। আজ সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরূপম মজুমদারের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি উপেক্ষা করায় পাঁচ ব্যক্তিকে দুই হাজার ৩০০ টাকা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট সুব্রত কুমার বিশ্বাসের ভ্রাম্যমাণ আদালত ৩টি প্রতিষ্ঠানকে ৬০০ টাকা জরিমানা করেন।

সরকারের নির্দেশনা বাস্তাবয়নসহ জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সুব্রত কুমার বিশ্বাস।

সারাবাংলা/এনএস

কঠোর বিধিনিষেধ করোনাভাইরাস বরিশালের বাজার স্বাস্থ্যবিধি উপেক্ষিত


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর