‘শ্রমিকের বুকে গুলি করার দুঃসাহস কিভাবে হয় পুলিশের?’
২১ এপ্রিল ২০২১ ২০:১৫
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের বাঁশখালীতে বিদ্যুৎকেন্দ্রে গুলিতে পাঁচ শ্রমিক নিহতের ঘটনার বিচার বিভাগীয় তদন্ত চেয়েছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি)। একইসঙ্গে ওই বিদ্যুৎকেন্দ্রে ২০১৬ সাল থেকে সংঘটিত তিনটি ঘটনায় ১০ জনের মৃত্যুর বিচারও দাবি করেছে সংগঠনটি।
বুধবার (২১ এপ্রিল) দুপুরে সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট শিল্পাঞ্চলে নাভানা গেট প্রাঙ্গণে অনুষ্ঠিত প্রতিবাদী মানববন্ধন ও সমাবেশে টিইউসি’র চট্টগ্রামের নেতারা এ দাবি জানিয়েছেন।
জেলা টিইউসি’র পক্ষ থেকে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, ‘লাইসেন্সবিহীন ঠিকাদারের মাধ্যমে এস আলম গ্রুপের বিদ্যুৎকেন্দ্রে শ্রমিক নিয়োগ দেওয়া হয়েছে। এই অসহায় শ্রমিকদের দিয়ে আট ঘণ্টার জায়গায় বিনা পারিশ্রমিকে ১০ ঘণ্টা ওভারটাইম ডিউটি করানো হয়। নিয়মিত বেতন বাড়ানো হয় না। এর ফলে সেখানে শ্রম অসন্তোষ তৈরি হয়েছে। এর জন্য দায়ী মালিকপক্ষ।’
পুলিশের ভূমিকার সমালোচনা করে শ্রমিক নেতারা বলেন, ‘পুলিশের এত দুঃসাহস কোথা থেকে আসে যে তারা শ্রমিকের বুকে গুলি করে? পুলিশ চলে জনগণের টাকায়। তাহলে তারা লুটেরা মালিকের পক্ষে দাঁড়িয়ে জনগণের বুকে গুলি চালানোর দুঃসাহস কোথায় পায়? স্বাধীন দেশে এই জুলুম-নির্যাতন আর মেনে নেওয়া যায় না। এর অবসানের জন্য শ্রমিক শ্রেণিকে ঐক্যবদ্ধ হতে হবে।’
একই বিদ্যুৎকেন্দ্রের বারবার সংঘাত কেন— এই প্রশ্ন তুলে টিইউসি নেতারা বলেন, ‘২০১৬ সালে একবার হয়েছে, চার জন গ্রামবাসী প্রাণ হারিয়েছেন। ২০১৭ সালে একজন শ্রমিককে গুলি করে মারা হয়েছে। আবার গত ১৭ এপ্রিল বর্বরোচিতভাবে গুলি চালিয়ে পাঁচ শ্রমিককে হত্যা করা হয়েছে। আমরা প্রতিটি হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় তদন্ত ও দ্রুত বিচার দাবি করছি।’
জেলা টিইউসি’র সাধারণ সম্পাদক মো. মছিউদদৌলার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন যুগ্ম সম্পাদক দিলীপ নাথ, সাংগঠনিক সম্পাদক রাহাতউল্লাহ্ জাহিদ, মাহাবুবুর রহমান, পাহাড়তলী-আকবরশাহ শিল্পাঞ্চল শাখার সভাপতি আবু তাহের ও শ্রমিক নেতা রাসেল হোসাইন এবং যুব ইউনিয়নের নেতা আব্দুল হালিম।
সারাবাংলা/আরডি/টিআর