Sunday 20 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চিকিৎসকদের প্রণোদনার প্রথম ভাগ ছাড় দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়

সিনিয়র করেসপন্ডেন্ট
২১ এপ্রিল ২০২১ ২২:৪৮ | আপডেট: ২২ এপ্রিল ২০২১ ০০:০০

ঢাকা: দেশে নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ মোকাবিলায় চিকিৎসাসেবা দিয়ে যাওয়া চিকিৎসকদের জন্য সরকার ঘোষিত প্রণোদনার প্রথম ভাগ স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ছাড় দেওয়া হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

বুধবার (২১ এপ্রিল) অনলাইনে আয়োজিত এক বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির লাইন ডিরেক্টর ও মুখপাত্র অধ্যাপক ডা. রোবেদ আমিন এ তথ্য জানান।

তিনি বলেন, স্বাস্থ্যকর্মীদের প্রণোদনার টাকার প্রথম ভাগ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে ছাড় দেওয়া হয়েছে। প্রথম পর্যায়ে ১৫টি সরকারি হাসপাতালে কর্মরত কর্মীরা টাকা পাবেন। পর্যায়ক্রমে অন্যান্য সরকারি হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের প্রণোদনার আওতায় আনা হবে।

এ বিষয়ে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান স্বাস্থ্য অধিদফতরের অসংক্রামক রোগনিয়ন্ত্রণ কর্মসূচির লাইন ডিরেক্টর।

সারাবাংলা/এসবি/টিআর

অর্থ ছাড় চিকিৎসকদের প্রণোদনা