Thursday 01 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইভ্যালি ‘সাইক্লোনে’ টেকনো ক্যামন ১৭ ও ১৭পি

সারাবাংলা ডেস্ক
২৯ এপ্রিল ২০২১ ১৬:৪৯

ঢাকা: দেশের অন্যতম শীর্ষ ইকমার্স মার্কেটপ্লেস ইভ্যালি ডট কম ডট বিডি’তে পাওয়া যাবে জনপ্রিয় মোবাইল হ্যান্ডসেট ব্র্যান্ড টেকনোর ‘ক্যামন ১৭’ ও ‘ক্যামন ১৭পি’। ইভ্যালির গ্রাহকপ্রিয় অফার ‘সাইক্লোন’ এ এক্সক্লুসিভভাবে ডিভাইস দু’টি বিক্রি করা হবে।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইভ্যালির পক্ষ থেকে বিষয়টি জানানো হয়।

এতে বলা হয়, শুক্রবার (৩০ এপ্রিল) রাত ১০টায় সাইক্লোন অফারের আওতায় ডিভাইস দু’টি বিক্রির জন্য উন্মুক্ত করা হবে। আর গ্রাহকদের জন্য আকর্ষণীয় এক্সক্লুসিভ অফার থাকবে ইভ্যালির পক্ষ থেকে।

এ লক্ষ্যে সম্প্রতি ইভ্যালি ও বাংলাদেশে টেকনো ব্র্যান্ডের হ্যান্ডসেট বাজারজাতকারী প্রতিষ্ঠান ট্রানশন বাংলাদেশের মধ্যে এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল ও ট্রানশন বাংলাদেশের প্রধান নির্বাহী রেজওয়ানুল হক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেল বলেন, ‘ইভ্যালির ৪০ লক্ষাধিক গ্রাহকদের সবসময়েই আকর্ষণীয় অফারে দারুণ সব পণ্য দিতে কাজ করে যাচ্ছি আমরা। আমাদের এই যাত্রার সাথে টেকনো’র সম্পৃক্ত হওয়াতে ট্রানশন কর্তৃপক্ষের প্রতি ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি প্রতিবারের মতো এবারও ইভ্যালির গ্রাহকেরা এই অফার লুফে নেবে।’

সারাবাংলা/এমও

ইভ্যালি টেকনো ক্যামন