Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লকডাউনের বৈধতা চ্যালেঞ্জ করে রিটের আদেশ মঙ্গলবার

স্টাফ করেসপন্ডেন্ট
২ মে ২০২১ ১৭:৫৬

ঢাকা: লকডাউনের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের আদেশের জন্য আগামী মঙ্গলবার (৪ মে) দিন ঠিক করেছেন হাইকোর্ট।

রোববার (২ মে) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের হাইকোর্ট বেঞ্চ আদেশের জন্য এ দিন ধার্য করেন।

আদালতে রিটের পক্ষে ছিলেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার ও অরবিন্দ কুমার রায়।

এর আগে, গত ২৫ এপ্রিল জরুরি অবস্থা জারি করা ছাড়া লকডাউন দেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ।

রিট দায়েরের পর আইনজীবী ইউনুছ আলী আকন্দ বলেছিলেন, জরুরি অবস্থা জারি করা ছাড়া জনগণের চলাফেরার অধিকার, আইনের আশ্রয় লাভের অধিকার সরকার স্থগিত রাখতে পারে না। এটা সংবিধান পরিপন্থী। এ কারণে রিট দায়ের করেছি।

রিটে চলমান লকডাউন স্থগিত এবং পুনরায় লকডাউন না দেওয়ার নির্দেশনা চাওয়া হয়।

সারাবাংলা/কেআইএফ/একে

করোনাভাইরাস রিট লকডাউন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর