Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২ বার লাইফ সাপোর্টে গিয়েও সুস্থ মুনা, ফেরেননি স্বামী ও বোন

স্টাফ করেসপন্ডেন্ট
৯ মে ২০২১ ২২:৪৪

ঢাকা: দুই দফায় লাইফ সাপোর্টে থাকার পর অবশেষে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন আরমানিটোলায় অগ্নিকাণ্ডে শ্বাসনালী পুড়ে যাওয়া ইশরাত জাহান মুনা (২৭)। কিন্তু তিনি এখনও জানেন না অগ্নিকাণ্ডে তার স্বামী ও বোনের মৃত্যুর খবর। রোববার (৯ মে) দুপুরে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে তাকে ছাড়পত্র দেওয়া হয়।

ইনস্টিটিউটে গিয়ে দেখে যায়, মুনার পাশে বসা চাচাতো ভাই আওলাদ হোসেন। মুনা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছেন। কিন্তু কোনো কথা বলছেন না। আওলাদ হোসেনের সঙ্গে কথা বলে জানা গেল, শ্বাসনালী পুড়ে যাওয়ায় এখনো কথা বলতে পারছেন না তিনি।

আওলাদ হোসেন বলেন, ‘গত ২৩ এপ্রিল ভয়াবহ এই ঘটনায় মুনার পরিবারকে নিঃস্ব করে দিয়েছে। মুনাকে নিয়েও আমরা শঙ্কিত। স্বামী ও ছোটবোনের মৃত্যু খবর এখনও জানানো হয়নি তাকে।’

তিনি বলেন, ‘মুনার বাবা ইব্রাহিম সরকার (৬০), মা সুফিয়া বেগম (৫০), মুনার ভাই জুনায়েদও (১৮) এই ঘটনায় দগ্ধ হয়েছিল। তারা এখন বাসায় এবং সবাই সুস্থ আছেন।’

এদিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন বলেন, ‘শ্বাসনালী পুড়ে যাওয়া মুনা সুস্থ হয়ে বাড়ি ফিরছেন। এটা আমাদের হাসপাতালের জন্য বিরল ঘটনা। দুইবার লাইফ সাপোর্টে থেকে সুস্থ্য হয়ে বাড়ি ফেরাটা মিরাকল।’

ডা. সেন বলেন, ‘মুনার শরীরে কোনো দগ্ধ ছিল না। তার শ্বাসনালী মারাত্মকভাবে দগ্ধ হয়েছিল। মুনাকে প্রথম থেকেই আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছিল। সেখানে তার অবস্থার অবনতি হলে দুই দফায় তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়। সেখান থেকে আজ সুস্থ হয়ে বাড়ি ফিরছে। তাকে পরবর্তী ফলোআপে আসতে বলা হয়েছে।’

তিনি বলেন, ‘দুই দফায় লাইফ সাপোর্টে থাকার পরও সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফেরা বিরল ঘটনা। যেটা মুনার বেলায় ঘটল। মুনার জন্য শুভকামনা থাকল। তবে বেদনাদায়ক হলো এই ঘটনায় একই সঙ্গে লাইফ সাপোর্টে থাকা তার স্বামী মারা গেছেন।’

ডা. সামন্ত লাল জানান, আরমানিটোলা আগুনের ঘটনায় ২১ জন হাসপাতালে চিকিৎসা নেয়। এর মধ্যে ২০ জনকে ভর্তি করা হয়েছিল। এই ২০ জনের মধ্যে আশিকুজ্জামান ও শাফায়াত হোসেন নামে দুজন মারা গেছেন। তবে সবাইকে ছাড়পত্র দেওয়া হলেও খোরশেদ আলম নামে একজন এখনও ভর্তি রয়েছেন।

সারাবাংলা/এসএসআর/পিটিএম

আগুন আরমানিটোলা টপ নিউজ


বিজ্ঞাপন
সর্বশেষ

বাংলাদেশ-ভারত টেস্টে হামলার হুমকি!
৬ সেপ্টেম্বর ২০২৪ ২১:৩৫

সম্পর্কিত খবর