খালেদা জিয়ার ভুয়া জন্মদিন পালন করে জাতিকে বিভ্রান্ত করছে বিএনপি
১২ মে ২০২১ ১৫:১১
ঢাকা: ১৫ আগস্ট জাতির পিতাকে সপরিবারে হত্যার দিনে খালেদা জিয়ার ভুয়া জন্মদিন পালন করে বিএনপি জাতিকে বিভ্রান্ত করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বুধবার (১২ মে) সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
বিএনপির রাজনীতি যে কতটা প্রতিহিংসাপরায়ণ ও বিদ্বেষপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, জাতির পিতাকে হত্যার দিনে কেক কেটে জন্মদিন উৎসব পালন করার পরামর্শ বেগম জিয়াকে আপনাদের দলের কে বা কারা দিয়েছেন, কারাই বা উপদেষ্টা সে প্রশ্নের জবাব এখনও পাওয়া যায়নি।
তিনি প্রশ্ন রেখে বলেন, এ কোন রাজনীতি বাংলাদেশে?
ওবায়দুল কাদের বলেন, বেগম জিয়ার চিকিৎসার ব্যাপারে সরকার নাকি নিষ্ঠুর এবং অমানবিক। অথচ পিতা বঙ্গবন্ধুর মত তার কন্যা শেখ হাসিনার বিশাল হৃদয় আছে বলেই বেগম জিয়াকে মানবিক কারণে মুক্তি দিয়েছেন। বেগম জিয়াকে বিএনপি আন্দোলন করে মুক্ত করতে পারেনি।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি নেতারা মানবিকতার কথা বলেন, কিন্তু ১৫ আগষ্টে ভুয়া জন্মদিন পালন করে নারী ও শিশু হত্যাকে বিদ্রুপ করা কোন মানবিকতা, জাতি আজ সেটা জানতে চায়।
সারাবাংলা/এনআর/এসএসএ