Tuesday 01 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গুলশানে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ মে ২০২১ ১৪:০৪

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর গুলশানে সড়ক দুর্ঘটনায় শাহিনুর আক্তার (৩৬) নামে এক নারী মারা গেছে। একই ঘটনায় তার ছেলে শান্ত (৬) গুরুতর আহত হয়েছে।

রোববার (১৬ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গুলশান আগোরা সুপার শপের সামনে ঘটনাটি ঘটে। আহত অবস্থায় তাদের ঢামেক হাসপাতালে নিয়ে যায় গুলশান থানা পুলিশ। ঢামেক হাসপাতালের চিকিৎসক রাত ১টার দিকে শাহিনুরকে মৃত ঘোষণা করে।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, রাতে শাহিনুর ও স্বামী আব্দুস সাত্তার তাদের দুই ছেলে শান্ত (৬) ও সাকিবকে (৩) নিয়ে রাস্তা পার হচ্ছিল। এ সময় একটি জিপগাড়ি তাদের ধাক্কা দেয়। এতে শাহিনুর ও ছেলে শান্ত গুরুতর আহত হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে শাহিনুর মারা যায়। তার ছেলে শান্ত ঢামেক হাসপাতালে ভর্তি আছে।

বিজ্ঞাপন

তিনি আরও জানায়, শাহিনুরের ভাষ্যমতে একটি জিপগাড়ি তাদের ধাক্কা দেয়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে বলে ওসি জানান।

নিহত শাহিনুরের দেবর মো. রাসেল জানায়, তাদের বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলায়। বর্তমানে গুলশান শাহজাদপুর খালপাড় বস্তিতে থাকে।

সারাবাংলা/এসএসআর/একে

গুলশান সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর