ঢাকা: স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়ের করা মামলায় প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামের জামিন না হওয়া পর্যন্ত ওই মন্ত্রণালয়ের সব ধরনের ব্রিফিং বয়কটের ঘোষণা দিয়েছে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ)।
মঙ্গলবার (১৮ মে) জরুরি এক বৈঠকে এ সিদ্ধান্ত নিয়েছে সচিবালয় বিটের সাংবাদিকদের এই সংগঠনটি।
প্রায় এক ঘণ্টার বৈঠকে সদস্যদের মতামত নেওয়ার পর সংগঠনের সভাপতি তপন বিশ্বাস এ ঘোষণা দেন। কর্মসূচির ঘোষণা দিয়ে তিনি বলেন, রোজিনা ইসলামের সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিবাদে বুধবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হবে। রোজিনা ইসলামকে হেনস্থার সঙ্গে জড়িত স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের শাস্তির দাবিও জানিয়েছে বিএসআরএফ।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের ব্রিফিং বয়কট করে সভাকক্ষ ত্যাগ করছেন সাংবাদিকরা
তপন বিশ্বাস বলেন, এ বিষয়ে গণমাধ্যমে একটি বিবৃতি দেওয়া হবে। পাশাপাশি রোজিনা ইসলামের মুক্তির জন্য তথ্যমন্ত্রী ও আইনমন্ত্রীর সঙ্গে আলোচনা করা হবে।
এর আগে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়টির পক্ষ থেকে জরুরি সংবাদ ব্রিফিং ডাকা হলেও সেখানে উপস্থিত সাংবাদিকরা ব্রিফিং বয়কট করেন। পরে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে অনলাইনে একটি বিফিং ডাকা হলে সেই ব্রিফিংও বয়কটের ঘোষণা দিয়েছে বিএসআরএফ।
আরও পড়ুন-
- জামিন পাননি সাংবাদিক রোজিনা, রিমান্ডও নাকচ
- স্বাস্থ্য মন্ত্রণালয়ের ব্রিফিং ‘বয়কট’ ২ সাংবাদিক সংগঠনের
- স্বাস্থ্য মন্ত্রণালয়ের ব্রিফিং বয়কট করে বেরিয়ে গেলেন সাংবাদিকরা
- প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা