Wednesday 30 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিসেম্বর পর্যন্ত গাড়ির নিলাম স্থগিত চায় বারভিডা

সিনিয়র করেসপন্ডেন্ট
১৯ মে ২০২১ ১৮:৩৯

ঢাকা: বাগেরহাটের মোংলা বন্দরের মাধ্যমে আমদানিকৃত গাড়িগুলোর নিলাম কার্যক্রম ডিসেম্বর মাস পর্যন্ত স্থগিত করার দাবি জানিয়েছে বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইম্পোর্টার্স এন্ড ডিলার্স এসোসিয়েশন (বারভিডা)।

বুধবার (১৯ মে) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়েছে।

মোংলা কাস্টম হাউস বুধবার (১৯ মে) এক চিঠির মাধ্যমে এ মাসের শেষে বন্দরে থাকা গাড়িগুলোর নিলাম কার্যক্রম শুরুর কথা জানিয়েছে।

এ ধরনের নিলামের ফলে মোটরযান খাতের প্রকৃত বিনিয়োগকারীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, রাজস্ব আহরণ বিঘ্নিত হচ্ছে, বাজারের স্থিতিশীলতা বিনষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে এবং ব্যাংকের বিনিয়োগ অনিশ্চিত হয়ে পড়ছে বলে সংগঠনটি উল্লেখ করেছে।

বারভিডা জানিয়েছে, করোনা মহামারি পরিস্থিতির কারণে গত ১ বছরেরও বেশি সময় ধরে মোটরযান বাণিজ্য খাতে ব্যাপক আর্থিক ক্ষতি সাধিত হয়েছে। কয়েক মাসের সাধারণ ছুটি এবং লকডাউনের কারণে এ খাতের ব্যবসায়ীরা মারাত্মক আর্থিক ক্ষতির শিকার হন। মহামারি বিপর্যয় থেকে অর্থনীতি পুনরুদ্ধারে সরকার বিভিন্ন স্তরের বাণিজ্য খাতকে স্বল্পসুদে যে আর্থিক প্রণোদনা প্যাকেজ প্রদান করেছিল বারভিডা একটি ট্রেডিং সংগঠন হিসেবে তাতে কোনো ঋণ সুবিধা পায়নি। তবে গত ১ বছরে কয়েক হাজার গাড়ি বিক্রির মাধ্যমে বারভিডা সরকারকে বিপুল অঙ্কের রাজস্ব দিয়েছে।

বিশ্বব্যাপী চলমান করোনা মহামারি মোকাবেলায় বর্তমান সরকার দেশের অর্থনীতি এবং ব্যবসা-বাণিজ্য স্থিতিশীল রাখার লক্ষ্যে যেসব দূরদর্শী পদক্ষেপ গ্রহণ করেছে বারভিডা সেজন্য প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী ও জাতীয় রাজস্ব বোর্ডকে আন্তরিক সাধুবাদ জানিয়েছে সংগঠনটি। একইসঙ্গে করোনা দুর্যোগের বিপুল আর্থিক ক্ষতি এবং বর্তমান পরিস্থিতি বিবেচনা করে সঙ্গত কারণে বারভিডা বন্দরে থাকা গাড়িগুলোর নিলাম কার্যক্রম জরুরিভিত্তিতে আগামী ডিসেম্বর মাস পর্যন্ত স্থগিত রাখার দাবি জানিয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইএইচটি/একে

গাড়ির নিলাম বারভিডা মোংলা বন্দর

বিজ্ঞাপন

চট্টগ্রামে মিরাজময় একটা দিন
৩০ এপ্রিল ২০২৫ ১৯:০২

চিন্ময় দাসের জামিন স্থগিত
৩০ এপ্রিল ২০২৫ ১৮:৫৩

আরো

সম্পর্কিত খবর