ইসরাইলে জোট সরকার গঠনের সিদ্ধান্ত চূড়ান্ত
২ জুন ২০২১ ১৫:৩৯
ইসরাইলের বিরোধী দলগুলো জোট সরকার গঠন করার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে। এতে করে দেশটির বর্তমান প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু ১২ বছরের শাসনের অবসান ঘটতে যাচ্ছে। খবর আলজাজিরা।
ওই প্রতিবেদনে বলা হয়, দেশটির অতি ডানপন্থী নেতা নেফতালি বেনেটের নেতৃত্বাধীন ইয়ামিনা পার্টির সঙ্গে সেন্ট্রিস্ট পার্টির নেতা ইয়ার ল্যাপিড ঐক্য করার পর এই জোট সরকার গঠনের চূড়ান্ত সিন্ধান্ত আসল।
দেশটিতে দুই বছরের মধ্যে চারবার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হলেও ইসরাইলে সংখ্যাগরিষ্ঠের সরকার গড়া সম্ভব হয়নি। এবারও লিকুদ পার্টির নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু প্রথম দফায় সরকার গড়ার সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেননি। পরে ইসরাইলে সরকার গড়ার জন্য ২৮ দিনের সময় পান সেন্ট্রিস্ট পার্টির নেতা ইয়ার ল্যাপিড। তার সময় শেষ হচ্ছে আজ বুধবার (২ জুন)। শেষ দিনেই জোট সরকার গঠনের চূড়ান্ত সিন্ধান্তের কথা ইয়ার ল্যাপিড ও নেফতালি বেনেট। খুব দ্রুতই অনুষ্ঠানিক ঘোষণা দিয়ে এ বিষয়ে বিস্তারিত জানাবেন ইয়ার ল্যাপিড।
মূলত ১২০ আসনের ইসরাইলি পার্লামেন্টে নেফতালি বেনেটের দলের ৬টি আসনে পেয়েছেন। আর অপর দিকে ইয়ার ল্যাপিডের দল ১৭টি আসন পেয়ে দেশটির পালামেন্টের দ্বিতীয় প্রধান দল হয়েছেন।
বিশ্ব গণমাধ্যমগুলোর ইসরাইল প্রতিনিধিরা বলছেন, এবার ইয়ার ল্যাপিড শেষ সময়ে এসে সরকার গড়ার জন্য প্রয়োজনীয় সমর্থন সংগ্রহ করতে সক্ষম হচ্ছেন। ইয়ার ল্যাপিড ইসরাইলে নেতানিয়াহুর ১২ বছরের টানা প্রধানমন্ত্রীত্ব ইতি টানতে একটি জোট গড়ার দ্বারপ্রান্তে রয়েছেন। এ সময়ে এসে অন্তত এমন ইঙ্গিতই পাওয়া যাচ্ছে।
আরও পড়ুন: ইসরাইলের ক্ষমতা ছাড়ার পথে নেতানিয়াহু, তুরুপের তাস বেনেট!
উল্লেখ্য, ইসরাইলে গত ২৩ মার্চ সর্বশেষ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে নেতানিয়াহুর লিকুদ পার্টি সবচেয়ে বেশি আসন পেলেও সরকার গড়ার জন্য তা যথেষ্ট ছিল না। ফলে জোট গড়ে প্রয়োজনীয় আসন সংগ্রহের জন্য ৬ এপ্রিল পর্যন্ত নেতানিয়াহুকে সময় দেন প্রেসিডেন্ট রুভেন রিভলিন। ওই তারিখ পর্যন্ত সরকার গড়তে ব্যর্থ হওয়ায় দ্বিতীয় স্থানে থাকা সেন্ট্রিস্ট পার্টিকে সরকার গঠনের সুযোগ দেওয়া হয়। আগামী ২ জুন সেন্ট্রিস্ট পার্টিরও সময় শেষ হতে যাচ্ছে।
ইসরাইলের ১২০ আসনের পার্লামেন্টে সরকার গড়তে ৬১টি আসনের প্রয়োজন হয়। ইসরাইলের ইতিহাসে কোনো একক দল ওই সংখ্যায় পৌঁছাতে পারেনি। বরাবরই জোট গড়ে সরকার গঠন করতে হয় ইসরাইলে।
গত মার্চের নির্বাচনে লিকুদ পার্টি ৫২টি আসন লাভ করে। লিকুদ পার্টি প্রথম দফা সুযোগ পেয়ে সরকার গড়তে ব্যর্থ হওয়ার পর ইয়ার ল্যাপিডকে সরকার গঠনে আহ্বান জানানো হয়। শুরুতেই অন্তত ৫৬ জন নেসেট সদস্যের সমর্থন লাভ করেন তিনি। তবে ম্যাজিক নম্বর ৬১তে পৌঁছাতে নেফতালি বেনেটের দলের সমর্থন প্রয়োজন তার। ওই নির্বাচনে নেফতালি বেনেটের দল ইয়ামিনা ৭টি আসন পেয়েছিল। এছাড়া মনসুর আব্বাসের নেতৃত্বাধীন ইউনাইটেড আরব লিস্ট (ইউএলএ) পায় ৪টি আসন।
সারাবাংলা/এনএস
ইয়ার ল্যাপিড ইসরাইল জোট সরকার গঠন নেফতালি বেনেট বেনজামিন নেতানিয়াহু সিদ্ধান্ত চূড়ান্ত