নওগাঁ: মান্দা উপজেলায় বাসের ধাক্কায় বকুল (৩২) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বুধবার ( ২ জুন ) বিকেল সোয়া ৩টার দিকে উপজেলার চৌদ্দমাইল মোড় এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বকুল রাজশাহীর তানোর উপজেলার কাশেম বাজার এলাকার নূর মোহাম্মদের ছেলে।
ওসি শাহিনুর রহমান বলেন, দুপুরে তানোর থেকে মান্দা উপজেলার সাবাইহাট এলাকায় আসছিলেন বকুল। পথে নওগাঁ-রাজশাহী মহাসড়কের চৌদ্দমাইল এলাকায় পৌঁছালে নওগাঁ থেকে রাজশাহীগামী একটি বাসের ধাক্কায় মোটরসাইকেলটি পরে যায়। এতে ঘটনাস্থলেই বকুল নিহত হয়। পরে তার মরদেহটি উদ্ধার করা হয়।