নওগাঁয় ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
৫ জুন ২০২১ ১০:৫২ | আপডেট: ৫ জুন ২০২১ ১৩:০৭
নওগাঁ: মান্দা উপজেলার নওগাঁ-রাজশাহী মহাসড়কের বিজয়পুরে একটি দ্রুতগামী ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (৪ জুন) মধ্যরাতে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মান্দা সদর ইউনিয়নের বাদলঘাটা গ্রামের নাজির উদ্দিনের ছেলে সাইদুর রহমান (৩৫) ও একই গ্রামের আছর আলীর ছেলে আলফাজ হোসেন (৩৫)।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) শাহিনুর রহমান জানান, শুক্রবার মধ্যরাতে মান্দা উপজেলা সদর থেকে একটি মোটর সাইকেলে চড়ে দুজন বাদলঘাটা গ্রামের বাড়ি যাচ্ছিলেন। এ সময় নওগাঁর মান্দা উপজেলার নওগাঁ-রাজশাহী মহাসড়কের বিজয়পুরে পৌঁছালে একটি দ্রুতগামী ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন। পুলিশ রাতেই নিহতদের লাশ উদ্ধার করে সুরতহাল করে।
ওসি আরও জানান, এ সড়ক দুর্ঘটনা সম্পর্কে দুই পরিবারের কোনো অভিযোগ না থাকায় রাতেই নিহতদের লাশ দাফনের জন্য পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে মান্দা থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।
সারাবাংলা/এএম