Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আনসার আল ইসলামের এক সদস্য রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট
৮ জুন ২০২১ ০০:০৪

ঢাকা: নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য সন্দেহে গ্রেফতার সোহেল ওরফে শফিউল্লাহ নামে এক আসামির তিন দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (৭ জুন) মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের বিশেষায়িত অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) এসআই (নিরস্ত্র) টিটু চন্দ্র ঘোষ আসামিকে আদালতে হাজির করেন। এরপর বাড্ডা থানায় দায়ের করা সন্ত্রাস বিরোধ আইনের মামলায় তার সাত দিনের রিমান্ড আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসীর আদালত এ রিমান্ডের আদেশ দেন।

বিজ্ঞাপন

এদিকে আসামির পক্ষে অ্যাডভোকেট আব্দুল বাছেত রাখী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধীতা করা হয়।

এর আগে, গত ৬ জুন সন্ধ্যায় ঢাকার দক্ষিণ বাড্ডা এলাকার আলাতুন্নেসা স্কুল রোডের একটি দোকান থেকে মো. সোহেলকে ব্যক্তিকে গ্রেফতার করে এটিইউ। এ সময় তার কাছ থেকে চারটি মোবাইল ফোন, বেশ কিছু উগ্রবাদী মতাদর্শের বই ও চারটি হাতে লেখা ডায়েরি জব্দ করা হয়েছে।

সারাবাংলা/এআই/এনএস

আনসার-আল ইসলাম এক সদস্য রিমান্ডে নিষিদ্ধ জঙ্গি সংগঠন