Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বিএনপির মাস্তানদের আ.লীগে টেনে মাস্তানির চেষ্টা করবেন না’

সিনিয়র করেসপন্ডেন্ট
১৪ জুন ২০২১ ১২:০৫

ঢাকা: বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেছেন, দলের ভেতর প্রতিযোগিতা হবে, প্রতিদ্বন্দ্বিতা হবে। কিন্তু তার ফাঁকে বিএনপির মাস্তানদের এনে দলের ভেতর মাস্তানি করার চেষ্টা করবেন না। যে করবেন তার কপাল পুড়বে।

রোববার (১৩ জুন) সিরাজগঞ্জ শহরের শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিমের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলা আওয়ামী লীগ আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

বিজ্ঞাপন

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১২ দিন চিকিৎসাধীন থাকার পর গত বছরের ১৩ জুন মৃত্যুবরণ করেন মোহাম্মদ নাসিম।

এস এম কামাল হোসেন বলেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয় নিয়ে আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমাদের অস্তিত্বের ঠিকানা ভরসার শেষ ঠিকানা জননেত্রী শেখ হাসিনা। তিনি দিনরাত পরিশ্রম করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমাদেরও সততা দিয়ে, দক্ষতা দিয়ে, সাহস দিয়ে সকলে ঐক্যবদ্ধ হয়ে ভেদাভেদ ভুলে তার কাজগুলো বাস্তবায়ন করতে হবে।’

‘আমরা যদি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সিরাজগঞ্জ আওয়ামী লীগকে সুসংগঠিত করতে পারি, এই উত্তর জনপদের আওয়ামী লীগকে সুসংগঠিত করতে পারি, তাহলে মোহাম্মদ নাসিমের আত্মা শান্তি পাবে’ বলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকল ভেদাভেদ ভুলে দলকে ঐক্যবদ্ধ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘২০২৩ সালে জাতীয় সংসদ নির্বাচন হবে। সেই নির্বাচনে যদি আমরা দলকে ঐক্যবদ্ধ রাখতে পারি, আমরা যদি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে পারি, তাহলেই মোহাম্মদ নাসিমের প্রতি আমাদের শ্রদ্ধা জানানো হবে।’

বিজ্ঞাপন

ষড়যন্ত্রকারীরা আজও ষড়যন্ত্র করছেন দাবি করে এস এম কামাল বলেন, ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বিশ্ব নেতৃত্ব শেখ হাসিনার প্রশংসা করছেন। সেই সময়ে সুবিধাবাদী টাউট, মুসলিম লীগ, জামায়াতের প্রতিনিধি আর অতি ডানপন্থীদের নিয়ে গঠিত বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে মামুনুল হকদের সামনে রেখে হেফাজতে ইসলামের নামে তাণ্ডব করেছে।’

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘যদি কেউ বঙ্গবন্ধুর ভাস্কর্যে আঘাত করে, তার হাত ভেঙে দিতে হবে। তাহলে জাতির পিতা বঙ্গবন্ধুর আত্মা পাবে, মোহাম্মদ নাসিমের আত্মা শান্তি পাবে। যদি সিরাজগঞ্জে কেউ বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে কথা বলে, তারা সিরাজগঞ্জের মাটিতে আর কোনো কথা বলতে পারবে না।’

তৃণমূলে দলীয় নেতাকর্মীদের মূল্যায়নের ব্যাপারে এস এম কামাল বলেন, ‘২০০১ থেকে ২০০৮ সাল নেত্রী গ্রেফতার হওয়া পর্যন্ত যারা সেই সময় লড়াই সংগ্রাম করেছেন। তারা যদি কোনো খারাপ কাজের সাথে জড়িত না থাকে, তারাই আওয়ামী লীগের নেতা হবেন। দলে নতুন লোক আনেন, যাদের গ্রহণযোগ্যতা আছে। কিন্তু যারা মামলা বাঁচানোর জন্য নিজের পিঠ বাঁচানোর জন্য বিএনপি থেকে আসেন, এমন কোনো নেতার সঙ্গে থাকলে কমিটিতে থাকতে পারবেন না।’

আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে এস এম কামাল বলেন, ‘প্রতিযোগিতা হবে, প্রতিদ্বন্দ্বিতা হবে। কিন্তু এর ফাঁকে বিএনপির মাস্তানদের এনে মাস্তানি করার চেষ্টা করবেন। যে করবেন তার কপাল পুড়বে, খোলামেলা কথা।’

অবৈধভাবে অস্ত্র ঠেকিয়ে জিয়াউর রহমান ক্ষমতা দখল করে গণতন্ত্রকে হত্যা করেছেন মন্তব্য করে এস এম কামাল বলেন, ‘ওনারা গণতন্ত্রের কথা বলেন, সুশাসনের কথা বলেন। ২১ শে আগস্ট শেখ হাসিনাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। শেখ হাসিনা মানবিক নেত্রী তাই খালেদা জিয়াকে জেলখানা থেকে বাসায় থাকার ব্যবস্থা করে দিয়েছেন।’

সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কে এম হোসেন আলী হাসানের সভাপতিত্বে স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। এ ছাড়া তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, জেলা পরিষদের চেয়ারম্যান সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস, সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না, প্রয়াত নাসিমের ছেলে সংসদ সদস্য তানভীর শাকিল জয়, সংসদ সদস্য ডা. আব্দুল আজিজ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু ইউসুফ সূর্য, বিমল বিশ্বাস, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুর রহমান, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, সাবেক সংসদ সদস্য সেলিনা বেগম স্বপ্না, মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ড. জান্নাত আরা তালুকদার হেনরী, বালাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক কে এম মনোয়ারুল ইসলাম বিপুলসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

সভা পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শামছুজ্জামান আলো।

সারাবাংলা/এনআর/একে

আওয়ামী লীগ এস এম কামাল টপ নিউজ মোহাম্মদ নাসিম

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর