ঢাকা: হেফাজতে ইসলামের তাণ্ডবে দীর্ঘ আড়াই মাস বন্ধ থাকার পর আগামীকাল মঙ্গলবার (১৫ জুন) সচল হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন। রেল মন্ত্রণালয় সূত্রে এ খবর নিশ্চিত হওয়া গেছে।
জানা গেছে, মঙ্গলবার থেকে এই রেলস্টেশনে মেইল, কমিউটার ও আন্তঃনগরের ১২টি ট্রেন যাত্রাবিরতি করবে। এদিন পাঁচ জোড়া মেইল এক্সপ্রেস ও কমিউটার ট্রেন, দুইটি সুরমা মেইল, দুইটি ময়মনসিংহ এক্সপ্রেস, দুইটি কর্ণফুলী কমিউটার এবং ঢাকা-আখাউড়া পথে চলাচলকারী চারটি তিতাস কমিউটার ট্রেন যাত্রাবিরতি করবে। পরদিন বুধবার ঢাকা-সিলেট পথে চলাচলকারী নিম্ম ও উর্দ্ধগামী দুইটি আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেনও যাত্রাবিরতি করবে।
প্রসঙ্গত, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর ও চট্টগ্রামের হাটহাজারিতে সংঘর্ষের প্রতিবাদে হেফাজতে ইসলামের ব্যানারে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন স্থাপনায় ভয়াবহ তাণ্ডব চালায় কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা। পেট্রোল ডিজেল ঢেলে ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনের কন্ট্রোল প্যারালালে আগুন ধরিয়ে দেয়। এরপর তারা স্টেশনের টিকেট কাউন্টার, প্রধান বুকিং সহকারীর কক্ষ, প্রথম ও দ্বিতীয় শ্রেণির বিশ্রামাগারসহ মোট সাতটি কক্ষে আগুন দিয়ে সবকিছু পুড়িয়ে দেয়। এছাড়াও রেললাইনের পাটাতন উপড়ে রেল চলাচল অবরোধ করে। এই তাণ্ডবে স্টেশনের সিগন্যাল সিস্টেম পুরোপুরি ধ্বংস হয়ে যাওয়ায় গত ২৭ মার্চ থেকে ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে সব ধরনের ট্রেনের যাত্রাবিরতি স্থগিত করা হয়।
জানা গেছে, এই স্ট্রেশন থেকে প্রতিদিন আড়াই হাজারের বেশি যাত্রী ঢাকা, চট্টগ্রাম, সিলেট, নোয়াখালীসহ আশপাশে বিভিন্ন জেলায় যাতায়াত করতেন।