প্রধানমন্ত্রীকে কটূক্তি: সিঙ্গাইর আ.লীগ নেতার জামিন আপিলেও বহাল
১৭ জুন ২০২১ ১৫:৫৬
ঢাকা: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার আওয়ামী লীগ নেতা অলি আহমেদ মোল্লার জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ।
বৃহস্পতিবার (১৭ জুন) রাষ্ট্রপক্ষের আপিল আবেদন খারিজ করে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।
আদালতে অলি আহমেদ মোল্লার পক্ষে ছিলেন আইনজীবী মোতাহার হোসেন সাজু। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ।
গত ২১ এপ্রিল উপজেলা ছাত্রলীগের দফতর সম্পাদক মো. টিপু সুলতান বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে সিঙ্গাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অলি আহমদের (৫০) বিরুদ্ধে মামলা করেন। ওইদিন রাতে অলি আহমেদ মোল্লাকে গ্রেফতার করা হয়।
দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রী ও সরকারবিরোধী বিভিন্ন অপপ্রচার আওয়ামী লীগের নেতা অলি আহমেদ তার ব্যক্তিগত ফেসবুক থেকে শেয়ার করতেন বলে মামলায় অভিযোগ আনা হয়।
এ মামলায় গত ৮ জুন হাইকোর্ট তাকে জামিন দেন। ওই জামিনাদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে। যেটি বৃহস্পতিবার খারিজ হয়ে যায়।
সারাবাংলা/কেআইএফ/এমও