ঢাকা: করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ বেড়ে যাওয়ায় ঢাকা বিভাগের সাত জেলায় সাত দিনের জন্য লকডাউন ঘোষণা করেছে সরকার। সরকারের নির্দেশনা মেনে সাত দিনের জন্য অবরুদ্ধ সাত জেলায় যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। এদিকে, অবরুদ্ধ থাকা সাত জেলায় যেসব রেল স্টেশন রয়েছে, সেসব স্টেশনে আগামী সাত দিন কোনো ট্রেন যাত্রাবিরতি করবে না বলে জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
সোমবার (২১ জুন) বিকেলে এক ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব সাত জেলায় লকডাউনের সিদ্ধান্তের কথা জানান। পরে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনেও এ ঘোষণার কথা বলা হয়। সরকারের এ সিদ্ধান্ত অনুযায়ী লকডাউনের আওতায় থাকা জেলাগুলো হলো— নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, শরীয়তপুর, রাজবাড়ি, গাজীপুর ও গোপালগঞ্জ।
মন্ত্রিপরিষদ বিভাগের এ ঘোষণার পর এই সাত জেলাসহ সারাদেশের সঙ্গেই ঢাকার দূরপাল্লার বাস যোগাযোগ বন্ধ ঘোষণা করেছে পরিবহন মালিক সমিতি। এবার রেল ও নৌপথেও যোগাযোগ বিচ্ছিন্ন হলো সাত জেলা।
আরও পড়ুন- ঢাকার সঙ্গে সারাদেশের বাস যোগাযোগ বন্ধ
পরে সোমবার রাতে বিআইডব্লিউটিএ পরিচালক (নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগ) মুহাম্মদ রফিকুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে সাত জেলার সঙ্গে নৌযোগাযোগ বন্ধ রাখার কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় সরকার ঢাকা বিভাগের সাত জেলায় লকডাউন ঘোষণা করেছে। এই সাত জেলায় ২২ জুন সকাল ৬টা থেকে ৩০ জুন মধ্যরাত পর্যন্ত সব ধরনের অফিসসহ জনসাধারণের চলাচলও বন্ধ রাখতে বলা হয়েছে।
বিআইডব্লিউটিএ বলছে, নির্দেশনা অনুযায়ী অবরুদ্ধ ওই জেলাগুলোতে নৌপথে ঢাকা-মাদারীপুর, ঢাকা-মীরকাদিম/মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জ/চাঁদপুর/নড়িয়া, শিমুলিয়া (মুন্সীগঞ্জ)-বাংলাবাজার (মাদারীপুর)/মাঝিকান্দি (শরীয়তপুর), আরিচা (মানিকগঞ্জ), কাজিরহাট, পাটুরিয়া (মানিকগঞ্জ)-দৌলতদিয়া (রাজবাড়ী) নৌপথে সব ধরনের যাত্রীবাহী নৌযান, স্পিডবোট, ট্রলারসহ অন্যান্য বন্ধ থাকবে। তবে জরুরি কাজে নিয়োজিত পণ্য পরিবহন ও জরুরি সেবা দেওয়া নৌযান চলাচল করতে পারবে।
বিআইডব্লিউটিএ’র বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অন্যান্য জেলাগুলোতে ছেড়ে যাওয়া নৌযান অবরুদ্ধ জেলাগুলোতে নোঙর করতে পারবে না।
আরও পড়ুন- ঢাকা বিভাগের ৭ জেলায় ‘লকডাউন’ ঘোষণা
এদিকে, লকডাউনের আওতায় থাকা ঢাকার পার্শ্ববর্তী সাত জেলার যেসব স্টেশন রয়েছে সেখানে ট্রেন থামবে না বলে জানিয়েছেন রেলপথের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এর আগে, এই সাত জেলায় লকডাউন ঘোষণা করে মন্ত্রিপরিষদ সচিব খোন্দকার আনোয়ারুল ইসলাম ব্রিফিংয়ে বলেন, আমরা লক্ষ করেছি— হঠাৎ করে আবার করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে গেছে। এ কারণে আমরা আগামী সাত দিন ঢাকা বিভাগের সাত জেলায় লকডাউন দিয়েছি। এই সময়ে জরুরি কাজে নিয়োজিত যানবাহন ছাড়া কোনো গণপরিবহন চলতে পারবে না। মানুষজনের যাতায়াত বন্ধ থাকবে। সব ধরনের প্রতিষ্ঠানের কার্যক্রমও বন্ধ থাকবে।
এই সাত জেলার বাইরে সারাদেশে বর্তমানে সরকারের পক্ষ থেকে কিছু বিধিনিষেধ জারি রয়েছে। গত ৫ এপ্রিল থেকে বিধিনিষেধ ও ১৪ এপ্রিল থেকে কঠোর বিধিনিষেধ জারি করেছিল সরকার। বর্তমানে সেসব বিধিনিষেধের কিছু বিষয় শিথিল রয়েছে।