Tuesday 26 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালীতে করোনায় ৩ জনের মৃত্যু, শনাক্ত ১২৮

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ জুন ২০২১ ১০:৫৭

ঢাকা: নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও তিনজনের মৃত্যু হয়েছে এবং ১২৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৩৫ জনে।

জেলা সিভিল সার্জন ডা. মো. মাসুম ইফতেখার জানান, ৪৪২ জনের নমুনা পরীক্ষায় ১২৮ জনের করোনা শনাক্ত হয়। এতে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৮ দশমিক ৯৬ শতাংশ। এ নিয়ে জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৮১৩ জন। মোট আক্রান্তের হার ১১ দশমিক ১৭ শতাংশ।

বিজ্ঞাপন

নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৫৪ জন, কোম্পানীগঞ্জে ২৩ জন, বেগমগঞ্জে ১৯জন, কবিরহাটে ১৩ জন, সোনাইমুড়ীর ৮জন, সেনবাগে ৪ জন, সুবর্ণচরে ৩ জন, চাটখিলে ২ জন ও হাতিয়ায় ২ জন।

তিনি আরও জানান, এছাড়া সুস্থ হয়েছেন ৭ হাজার ৪১০ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৮ দশমিক ৫৩ শতাংশ। আইসোলেশনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা তিন হাজার ২৬৮জন। কোভিড ডেডিকেটেড হাসপাতালে (শহীদ ভুলু স্টেডিয়াম) ভর্তি রয়েছেন ৪৬ জন ও আইসোলেশনে রয়েছেন ১৫জন।

উল্লেখ্য, নোয়াখালীতে করোনার প্রকোপ না কমায় সদর উপজেলার নোয়ান্নই, বিনোদপুর, কাদির হানিফ, নেয়াজপুর, অশ্বদিয়া ও নোয়াখালী ইউনিয়ন এবং নোয়াখালী পৌরসভায় চলমান লকডাউন চতুর্থ ধাপে আরও ১ সপ্তাহ বাড়িয়েছে জেলা প্রশাসন। গতকাল বৃহস্পতিবার (২৪ জুন) বিকাল ৫ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এর আগে গত ৪ জুন বিকালে জেলা করোনা সংক্রমণ প্রতিরোধ কমিটির সভ প্রথম ধাপে ৫ জুন থেকে ১১ জুন, দ্বিতীয় ধাপে ১১ জুন থেকে ১৮ জুন, তৃতীয় ধাপে ১৯ জুন থেকে ২৫ জুন এবং চতুর্থ ধাপে ২৬ জুন থেকে ২ জুলাই রাত ১২ টা পর্যন্ত সদর উপজেলার ছয়টি ইউনিয়ন ও নোয়াখালী পৌরসভায় লকডাউন বর্ধিত করা হয় এবং একই সময়ে নতুন করে বেগমগঞ্জ উপজেলার মীরওয়ারিশপুর ও একলাশপুর ইউনিয়ন এবং চৌমুহনী পৌরসভাকে অন্তর্ভুক্ত করে লকডাউন ঘোষনা করা হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/এএম

করোনাভাইরাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর