Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদুল আজহার পর পরীক্ষা নেবে যবিপ্রবি  

সারাবাংলা ডেস্ক
২৯ জুন ২০২১ ১৫:৩১

যশোর: আসন্ন ঈদুল আজহার পরে দ্রুত ও সুবিধাজনক সময়ে স্নাতক চতুর্থ বর্ষের প্রথম সেমিস্টার ও স্নাতকোত্তর শ্রেণির পরীক্ষা শুরু হবে বলে জানিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)।

শিক্ষার্থীদের সুবিধার্থে পরীক্ষা শুরুর অন্তত এক সপ্তাহ পূর্বে সম্পূর্ণ সময়সূচি ঘোষণা করা হবে। মঙ্গলবার (২৯ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার যবিপ্রবি’র ডিন’স কমিটির সভাপতি এবং কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. আব্দুল্লাহ আল মামুন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব বরাবর পাঠানো চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানান।

এছাড়া পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট সকলকে তাদের প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করে রাখতেও অনুরোধ জানানো হয় ওই চিঠিতে।

এর আগে যবিপ্রবির মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনের নির্দেশনাক্রমে গতকাল সোমবার (২৮ জুন) ডিন’স কমিটির ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সারাবাংলা/এনএস

ঈদুল আজহার পর পরীক্ষা শুরু যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর