Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আন্তর্জাতিক প্রতিযোগিতাক্ষম পোশাক খাত তৈরি করছে সরকার’

সারাবাংলা ডেস্ক
২৯ জুন ২০২১ ২২:৫৮

ঢাকা: উৎপাদনশীলতা, কর্মসংস্থান, রফতানি ও বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে আন্তর্জাতিক প্রতিযোগিতাক্ষম শক্তিশালী বস্ত্র ও পোশাকখাত তৈরিতে কাজ করছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। মঙ্গলবার (২৯ জুন) সচিবালয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজেএমইএ)-এর পরিচালক পর্ষদের প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভায় বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক এ কথা বলেন।

বিজ্ঞাপন

এ সময় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আবদুল মান্নান,অতিরিক্ত সচিব (বস্ত্র) মোহাম্মদ আবুল কালাম,এনডিসি,বিজেএমইএ-এর সভাপতি  ফারুক হাসান,বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ বিজিএমইএ-এর প্রতিনিধিবৃন্দ  উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, শক্তিশালী আন্তর্জাতিক প্রতিযোগিতাক্ষম পোশাকখাত তৈরির লক্ষ্যে ‘বস্ত্রনীতি-২০১৭’ ও ‘বস্ত্র আইন-২০১৮’ প্রণয়ন করা হয়েছে। এছাড়াও সম্প্রতি বস্ত্র শিল্প (নিবন্ধন ও ওয়ান স্টপ সার্ভিস কেন্দ্র) বিধিমালা-২০২১ জারি করা হয়েছে। দক্ষ মানবসম্পদ গড়ে তোলার জন্য বর্তমান সরকার ইতিমধ্যে ৪১টি ভোকেশনাল ইনস্টিটিউট, ৮টি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ এবং ৭ টি টেক্সটাইল ডিপ্লোমা ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হয়েছে। এছাড়া বিভিন্ন উন্নয়ন প্রকল্পের মাধ্যমে ৩টি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপন, ৯টি টেক্সটাইল ডিপ্লোমা ইনস্টিটিউট এবং ৯টি টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট স্থাপন প্রকল্পের কাজ চলমান রয়েছে।

এসময় বস্ত্র ও পাটমন্ত্রী বস্ত্রখাতের উদ্যোক্তা ও অংশীজনের উদ্দেশ্যে বলেন, যখনই বস্ত্রখাতে কোনো সমস্যা হয়েছে তখনই বস্ত্র ও পাট মন্ত্রণালয় প্রয়োজনীয় সকল সহযোগিতা করেছে এবং ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় থাকবে।  একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলায় বস্ত্র ও পাট মন্ত্রণালয় সবসময় আপনাদের পাশে থাকবে। বস্ত্রখাতের টেকসই উন্নয়নে সার্বিকভাবে সহযোগিতা করা হবে।

সারাবাংলা/আইই

গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বস্ত্র ও পাটমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর