Tuesday 26 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বৃহস্পতিবার থেকে তেলের দাম কমছে লিটারে ৪ টাকা

স্পেশাল করেসপন্ডেন্ট
৩০ জুন ২০২১ ১৬:২০

ঢাকা: সয়াবিন তেলের দাম লিটারে ৪ টাকা কমানো হয়েছে। নতুন দাম অনুযায়ী বোতলজাত এক লিটার সয়াবিন তেলের দাম পড়বে ১৪৯ টাকা আর খোলা এক লিটার সয়াবিন তেলের দাম পড়বে ১২৫ টাকা। এছাড়াও ৫ লিটারের বোতলজাত তেলের দাম পড়বে ৭১২ টাকা এবং খোলা পাম সুপার ১ লিটার তেলের দাম পড়বে ১০৮ টাকা।

নতুন দাম আগামীকাল বৃহস্পতিবার (৩০ জুন) থেকে সারা দেশে কার্যকর হবে।

বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশে ভোজ্যতেল পরিশোধন ও বিপণনকারীদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন নতুন দাম নির্ধারণ করেছে। আসন্ন পবিত্র ঈদুল আযহা এবং করোনা পরিস্থিতি বিবেচনায় নিয়ে নতুন এ মূল্য নির্ধারণ করা হয়েছে।

এদিকে সংগঠনের সচিব মো. নূরুল ইসলাম মোল্লার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাণিজ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের সঙ্গে আলোচনা সাপেক্ষে পবিত্র ঈদুল আযহা, করোনাভাইরাস পরিস্থিতি ও ভোক্তার ক্রয়ক্ষমতা বিবেচনা করে সয়াবিন, পাম ও অন্যান্য ভোজ্যতেলের দাম ১ জুলাই থেকে লিটারে ৪ টাকা কমানো হয়েছে।

সারাবাংলা/এসএসএ

সয়াবিন তেলের দাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর