দিনের ডাকাত রাতে বন্দুকযুদ্ধে নিহত
৩০ মার্চ ২০১৮ ০৯:৪৭ | আপডেট: ৩০ মার্চ ২০১৮ ১২:১৩
।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।
ঢাকা: ডিবি পরিচয় দেয়া এক ডাকাত রাতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। এর আগে ডাকাতির সময় তাকে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। রাজধানীর দক্ষিণখান এলাকায় ঘটে এ ঘটনা।
দক্ষিণখান থানার অফিসার ইনচার্জ (ওসি) তপন কুমার সাহা সারাবাংলাকে জানান, অভিযুক্ত ডাকাত জহিরুল গতকাল দক্ষিণখানে একটি বাড়িতে ডাকাতির সময় স্থানীয় জনগণের হাতে আটক হয়। জহিরুল ডিবি পুলিশের পরিচয়ে সে বাড়িতে ডাকাতি করতে গিয়েছিল।
শুক্রবার (৩০ মার্চ) ভোর ৪ টার দিকে ডাকাত জহিরুলকে নিয়ে দিয়াবাড়ী এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযানের এক পর্যায়ে জহিরুল পুলিশকে ফাঁকি দিয়ে পালানোর চেষ্টা করে। এসময় সেখানে লুকিয়ে থাকা তার অন্য সহযোগিরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও পালটা গুলি চালালে জহিরুল গুলিবিদ্ধ হয়, জানান ওসি।
আহত অবস্থায় জহিরুলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
নিহত ডাকাত জহিরুলের বিরুদ্ধে একাধিক মামলা থাকার কথা জানিয়েছেন পুলিশ।
সারাবাংলা/ইউজে/এমএইচ/এমএ