Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনায় ৬ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ জুলাই ২০২১ ২৩:১৪

চাঁপাইনবাবগঞ্জ: গত ২৪ ঘণ্টায় জেলার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের করোনা ইউনিটে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। মৃতরা সবাই করোনা পজিটিভ ছিলেন। সোমবার (৫ জুলাই) সকাল ৭টা পর্যন্ত তাদের মৃত্যু হয়। এছাড়াও নতুন করে আরও ২৭ জন করোনা রোগী শনাক্ত হয়।

মৃত ছয়জনের মধ্যে পাঁচজন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ও একজন রাজশাহীর তানোর উপজেলার বাসিন্দা। জেলা হাসপাতালের করোনা ইউনিটের কর্মকর্তা ডা. আহনাফ শাহরিয়ার এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

এ বিষয়ে ডা. আহনাফ শাহরিয়ার জানান, করোনায় আক্রান্ত হয়ে মৃত ছয়জনের মধ্যে পাঁচজন পুরুষ এবং একজন নারী। হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এদের মধ্যে রোববার দুপুরে দুইজন ও রাতে আরও একজন মারা যান। আর সোমবার রাত ২টার পরে থেকে সকাল ৭টা পর্যন্ত আরও তিনজনের মৃত্যু হয়।

করোনায় মৃতরা চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকা শান্তিমোড়, পাঠানপাড়া, কাজিপাড়ার, সদর উপজেলার কালুপুর চৌহদ্দীটোলা, চাঁপাই-পলশায় একজন করে মোট পাঁচজন। আর রাজশাহীর তানোর উপজেলার একজন। মরদেহগুলো ইতোমধ্যে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও ডা. আহনাফ শাহরিয়ার।

এদিকে চাঁপাইনবাবগঞ্জ নতুন করে আরও করে ২৭ জনের শরীরে করোনাভাইরাসে (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। জেলার সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, গতকাল রোববার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আরটি পিসিআর পরীক্ষায় প্রতিবেদনে বলা হয়েছে— চাঁপাইনবাবগঞ্জের ৩৮ জনের নমুনা পরীক্ষায় করোনা ধরা পড়েছে আটজনের। আর স্থানীয়ভাবে করা র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টে ২১৬ জনের নমুনা পরীক্ষায় ১৯ জন শনাক্ত হয়। তবে জিন এক্সপার্ট ল্যাবে ছয়জনের নমুনা পরীক্ষা করে কোনো রোগী শনাক্ত হয়নি।

বিজ্ঞাপন

সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় আরটিপিসিআর ল্যাবের পরীক্ষায় করোনা সংক্রমণের হার ২১ দশমিক ৫ শতাংশ। জেলায় করোনায় মোট মৃত্যু ১২০ জন। গত শুক্রবার সংক্রমণের এই হার ছিল ২৭ দশমিক ০৫ শতাংশ, শনিবার ২৭ দশমিক ২২ শতাংশ এবং রোববার ২৯ দশমিক ৪৭ শতাংশ।

২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের করোনা ইউনিট ৭২টি বেডের বিপরীতে সোমবার সকাল পর্যন্ত ৭৫ জন করোনা রোগী ভর্তি রয়েছে বলেও সূত্র জানায়।

সারাবাংলা/এনএস

করোনায় ৬ জনের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর