Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুয়াডাঙ্গায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১২ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ জুলাই ২০২১ ১১:২৮

চুয়াডাঙ্গা: জেলায় গত ২৪ ঘণ্টায় ৩৯৩ জনের নতুন করোনা পরীক্ষা করে ১৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। এই সময়ে করোনায় আক্রান্ত হয়ে তিনজন ও উপসর্গ নিয়ে নয়জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে এ পর্যন্ত চুয়াডাঙ্গায় করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন ১১৯ জন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. এএসএম ফাতেহ আকরাম জানান, নতুন করে ১৪০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এরমধ্যে সদর উপজেলার ৪৪ জন, আলমডাঙ্গার ২১ জন, দামুড়হুদা উপজেলার ১৮ জন ও জীবননগর উপজেলার ৫৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২ হাজার ৩৪৬ জন। এদিন ৩৭২ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

চুয়াডাঙ্গায় বর্তমানে আক্রান্ত রোগী রয়েছেন ১ হাজার ৪৭৯ জন। তারমধ্যে বাড়িতে চিকিৎসাধীন ১ হাজার ৩৪১ জন ও হাসপাতালে ১৩৮ জন।

সারাবাংলা/এএম

করোনা আক্রান্ত চুয়াডাঙ্গা

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর