ঢাবি: করোনা সংক্রমণের উর্ধ্বমুখী বিস্তার বিবেচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড কার্যক্রম ‘আপাতত’ স্থগিত করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংক্রান্ত ওয়েবসাইটে এই নির্দেশনা জারি করেছে কর্তৃপক্ষ।
নির্দেশনায় বলা হয়েছে, দেশে করোনা সংক্রমণের ঊর্ধ্বমুখী বিস্তারের কারণে পূর্বঘোষিত ১০ জুলাই ২০২১ তারিখ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক, খ, গ, ঘ ও চ ইউনিটের প্রবেশপত্র ডাউনলোডের কার্যক্রমটি স্থগিত করা হলো।
ভর্তি কমিটির আহ্বায়ক এবং বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘সম্প্রতি করোনাভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় আমরা ভর্তিচ্ছুদের প্রবেশপত্র ডাউনলোড কার্যক্রম আপতত স্থগিত রেখেছি।’