Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় পাসপোর্ট কর্মকর্তার ওপর হামলা: পৌর কাউন্সিলরসহ গ্রেফতার-৫


৩০ মার্চ ২০১৮ ১৭:৪৭ | আপডেট: ৩০ মার্চ ২০১৮ ১৭:৫২

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।

বগুড়া: বগুড়া আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মো. সাহজাহান কবিরের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোস্তাকিমসহ (৪০) পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত অন্যরা হলেন- হাসান আলী (২৬), জীবন (২১), রাসেল মিয়া (৩০) ও মিলু (২৮) ।

শুক্রবার (৩০ মার্চ) বেলা ৩টার দিকে বগুড়া পুলিশ সুপার আলী আশরাফ ভূইয়া সংবাদ সম্মেলনে এসব  তথ্য জানান। পুলিশ সুপারের কার্যালয়ে ওই সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

পুলিশ সুপার জানান, বৃহস্পতিবার দুপুরে সাহজাহান কবিরের ওপর হামলার পর পুলিশ তৎপর হয়ে ওঠে। হামলার সঙ্গে জড়িত আসামিদের ধরতে রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ। এসময় চারজনকে গ্রেফতার করা হয়। এছাড়া শুক্রবার সকাল সাড়ে ৮টায় প্রধান আসামী মোস্তাকিমকে দিনাজপুরের হাকিমপুর থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়া হবে।

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে পাসপোর্ট অফিস থেকে বের হয়ে রিক্সাযোগে শহরের শাকপালা মোড়ে যাচ্ছিলেন সাহজাহান কবির। পথে কৈগাড়ি এলাকায় মোটরসাইকেলে এসে তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে কয়েকজন সন্ত্রাসী। এসময় সাহজাহান কবির দৌড়ে বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ের একটি অফিসকক্ষে আশ্রয় নেন। কিন্তু সেখানেও রক্ষা পাননি তিনি। দরজা ভেঙ্গে কক্ষের ভিতরে গিয়ে সাহজাহানকে এলোপাতাড়ি কোপাতে থাকে সন্ত্রাসীরা। আহত অবস্থায় তাকে উদ্ধার করে বৃহস্পতিবার এয়ার এ্যাম্বুলেন্সে তাকে ঢাকায় পাঠানো হয়।

সারাবাংলা/আইএ/এমএস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর