Saturday 14 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাতিয়ায় ইউপি মেম্বার হত্যাসহ ২৪ মামলার আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ জুলাই ২০২১ ১৮:৪০

নোয়াখালী: জেলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুমদ্বীপ ইউনিয়নে অভিযান চালিয়ে ডাকাত সর্দার কালাপ্রকাশ ইরাককে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ইরাকের বিরুদ্ধে ৪টি হত্যা মামলাসহ ২৪টি মামলা রয়েছে। এর মধ্যে তিনটি মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি সে।

শনিবার (১০ জুলাই) ভোরে নিঝুমদ্বীপ ইউনিয়নের আদর্শ গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ইরাক ডাকাত ওই গ্রামের মাইন উদ্দিন প্রকাশ মনু মাঝির ছেলে।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, হাতিয়ার চরঈশ্বর ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য রবীন্দ্র চন্দ্র দাস ও সোনাদিয়া ইউনিয়ন যুবলীগ নেতা জুবায়ের হত্যা মামলার আসামি ইরাক। ঘটনার পর থেকে সে পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে তাকে গ্রেফতারের জন্য ওসি আবুল খায়েরের নেতৃত্বে নিঝুমদ্বীপে অভিযান চালানো হয়। অভিযানকালে শনিবার ভোরে আদর্শ গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেফতারকৃত ডাকাত সর্দার ইরাক ইউপি সদস্য রবীন্দ্র ও জুবায়ের হত্যা মামলার অন্যতম আসামি। তার বিরুদ্ধে ৪টি হত্যা, ৩টি অস্ত্র, ৫টি ডাকাতির প্রস্তুতিসহ বিভিন্ন ঘটনায় ২৪টি মামলা রয়েছে। তিনটি মামলায় সে ওয়ারেন্টভুক্ত আসামি। তাকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এমও

আসামি গ্রেফতার ইউপি মেম্বার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর