রাবার ড্যামের পানিতে পড়ে কলেজছাত্রের মৃত্যু
২২ জুলাই ২০২১ ১৯:০১
চট্টগ্রাম ব্যুরো: ফটিকছড়ি উপজেলায় বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে রাবার ড্যামের পানিতে পড়ে মোহাম্মদ ইব্রাহীম (২১) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২২ জুলাই) দুপুরে উপজেলার ভুজপুর থানার হালদা নদীর উপর তৈরি রাবার ড্যামে এ ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।
মৃত মোহাম্মদ ইব্রাহীম চট্টগ্রাম নগরীর ওমরগণি এমইএস কলেজের ব্যবস্থাপনা বিভাগের অনার্স চতুর্থ বর্ষের ছাত্র। চাঁদপুরের কচুয়ায় তাদের বাড়ি। তাদের বাসা চট্টগ্রাম নগরীর নুর আহম্মদ সড়কের রাবেয়া রহমান গলিতে।
ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসাব উদ্দিন সারাবাংলাকে জানান, নগরী থেকে ছয় বন্ধুসহ রাবার ড্যামে বেড়াতে গিয়েছিলেন ইব্রাহীম। ড্যামে নামার সময় ইব্রাহীম পা পিছলে পানিতে পড়ে যায়। বর্ষার কারণে ড্যামে পানি বেশি ছিল। পড়ার সঙ্গে সঙ্গেই ইব্রাহীম গভীর পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নগরীর রাবেয়া রহমান গলিতে ইব্রাহীমদের পাশের বাসায় থাকেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব মহসিন কাজী। তিনি সারাবাংলাকে জানান, ইব্রাহীমের বাবার নাম মোহাম্মদ সেলিম। তাদের পরিবার দীর্ঘদিন ধরে নগরীতে বসবাস করে আসছে। রাবেয়া রহমান গলিতে সেলিমের একটি মুদির দোকান আছে। ইব্রাহীমের ছোট এক বোন আছে। ঈদের ছুটি উপলক্ষে ইব্রাহীম বন্ধুদের সঙ্গে রাবার ড্যাম ও চা বাগানে বেড়াতে গিয়েছিল।
সারাবাংলা/আরডি/এসএসএ