Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সম্মুখ যোদ্ধাদের পরিবারের ১৮ বছরের বেশি বয়সীরা পাবেন ভ্যাকসিন

সিনিয়র করেসপন্ডেন্ট
২৪ জুলাই ২০২১ ২৩:০৮

ঢাকা: দেশে নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে সম্মুখ সারির যোদ্ধাদের পরিবারের ১৮ বছরের বেশি বয়সী সদস্যরা করোনাভাইরাসের ভ্যাকসিন পাবেন। এ বিষয়ে ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। সুরক্ষা অ্যাপে গিয়ে তারা যেন নিবন্ধন করতে পারে, সেই ব্যবস্থাও নেওয়া হচ্ছে।

শনিবার (২৪ জুলাই) ‘করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি প্রতিরোধ, অক্সিজেন সংকট, হাসপাতালের সুযোগ-সুবিধা ও শয্যা সংখ্যা বৃদ্ধি’ শীর্ষক অনুষ্ঠানে এ কথা জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের সদস্যভুক্ত প্রতিষ্ঠান ও হাসপাতালগুলো এই মতবিনিময় সভার আয়োজন করে।

বিজ্ঞাপন

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘করোনাভাইরাস মহামারিতে সম্মুখ যোদ্ধা হিসেবে দায়িত্বপালনকারী চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী, সেনাবাহিনী, পুলিশ ও শিক্ষক এদের আগে ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া তাদের পরিবারের ১৮ বছরের বেশি যেসব সদস্য আছেন, তাদেরকেও ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রমের আওতায় আনা হবে।’

তিনি বলেন, ‘এ ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে অনুমতি নিয়েছি আমরা। এখন থেকে এটা কার্যকর। সুরক্ষা অ্যাপে এটা দিয়ে দিচ্ছি। সেই অনুযায়ী কাজ হবে।’

তিনি আরও বলেন, ‘গ্রামে বয়স্ক লোকজনকে অগ্রাধিকারের ভিত্তিতে ভ্যাকসিন দেওয়া হবে। আমরা নির্দেশনা দিয়েছি। শিক্ষক-শিক্ষার্থীদেরও আগ্রাধিকার দেওয়া হবে। তাদের পরিবারের ১৮ বছরের বেশি বয়সীদের ভ্যাকসিন দেওয়া হবে।’

যারা সুরক্ষা অ্যাপ ব্যবহার করতে পারে না তাদেরও ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করা হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, ‘যারা নিবন্ধন করতে পারবেন না তাদের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে ভ্যাকসিন দেওয়ার চেষ্টা করব। পরে তাদের নিবন্ধিত করে নেওয়া হবে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এসবি/পিটিএম

১৮ বছর ভ্যাকসিন সম্মুখ যোদ্ধা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর