Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নরসিংদীতে ডাকাতি ও হত্যার ঘটনায় ৪ জন গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ জুলাই ২০২১ ১৬:৪৮

নরসিংদী: জেলা শহরের নাগরিয়াকান্দি এলাকায় বাড়িতে ঢুকে ডাকাতি ও হত্যার ঘটনায় জড়িত ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিসহ লুট করা স্বর্ণালংকার ও টাকা উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৬ জুলাই) দুপুরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম।

গ্রেফতারকৃতরা হলো- রায়পুরা উপজেলার বটতলি এলাকার মৃত সিদ্দিকের ছেলে শেখ ফরিদ (৩৫), একই উপজেলার বাহেরচর এলাকার আব্দুর রহমানের ছেলে রাজা মিয়া (৩২), চর আড়ালিয়ার রাজা মিয়ার ছেলে আল-আমিন (৩৩) এবং রাজ নগর এলাকার রহিম উদ্দিনের ছেলে দুলাল মিয়া (৩৭)।

পুলিশ সুপার জানান, ১৬ জুলাই রাতে শহরের নাগরিয়াকান্দি এলাকায় দোতলা একটি বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের জিম্মি করে স্বর্ণালংকারসহ মালামাল লুট করে সংঘবদ্ধ ডাকাত দলটি। এসময় বাধা দেওয়ায় গৃহকর্তা মোবারক হায়াতের ছেলে ব্যবসায়ী সাজ্জাদ হোসেন আরিফকে (৩২) ছুরিকাঘাতে হত্যা করে ডাকাতরা।

এ ঘটনায় নিহতের বাবা মোবারক হায়াতের অভিযোগে গত ২২ জুলাই ডাকাতি ও হত্যার সঙ্গে জড়িত সন্দেহে ব্রাহ্মণবাড়িয়ার মরিচা এলাকা থেকে ডাকাত শেখ ফরিদকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রোববার গ্রেফতার করা হয় ডাকাতি ও হত্যায় আরও তিনজনকে।

গ্রেফতারকৃতরা প্রাথমিকভাবে ডাকাতি ও হত্যার ঘটনায় জড়িত থাকার স্বীকার করেছে বলেও জানিয়েছে পুলিশ।

সারাবাংলা/এমও

৪ জন গ্রেফতার ডাকাতি ও হত্যা নরসিংদী

বিজ্ঞাপন

মাদকের টাকার জন্য মা'কে খুন
২৩ নভেম্বর ২০২৪ ০৮:৫৭

আরো

সম্পর্কিত খবর