Wednesday 11 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বান্দরবানে পানিবন্দি লক্ষাধিক মানুষ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ জুলাই ২০২১ ১৩:০৫

বান্দরবান: তিন দিনের টানা বর্ষণে পানিবন্দি হয়ে পড়েছেন বান্দরবানের লক্ষাধিক বাসিন্দা। পৌরসভার আম্রিপাড়া, মেম্বারপাড়া, হা‌ফেজ‌ঘোনা, শে‌রেবাংলা নগর, বনানী স‌মিল, ইসলামপুর, কালাঘাটার ড্রাইভার পাড়া, ক‌্যা‌চিংঘাটাসহ শহ‌রের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

এছাড়াও পানিবন্দি হয়ে পড়েছে লামা-আলীকদমের লাইনঝিরি, শিলেরতুয়া, সিবাতলী, দরদরাঝিরি, রুমা, থান‌চি এবং নাইক্ষ‌্যংছ‌ড়ি উপজেলার বি‌ভিন্ন এলাকা। এসব এলাকায় সড়ক তলিয়ে যাওয়াই বন্ধ হ‌য়ে গেছে সব ধর‌নের যান চলাচল। প্লা‌বিত হ‌চ্ছে নতুন নতুন এলাকা। অন্যদিকে সাঙ্গু এবং মাতামুহুরী নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

সোমবার ( ২৬ জুলাই) মধ‌্যরাত থেকে ভারীবর্ষণ শুরু হয়। ভারীবর্ষণে পাহাড় ধসের আশঙ্কা দেখা দি‌য়ে‌ছে পু‌রো জেলা জু‌ড়ে। বি‌ভিন্ন জায়গায় ছোটোখাটো পাহাড় ধসের ঘটনাও ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বান্দরবান জেলা প্রশাসক ইয়াস‌মিন পারভীন তিবরী‌জি ব‌লেন, জেলায় ১৪০টি আশ্রয়‌কে‌ন্দ্র খোলা হয়েছে। বন‌্যাদুর্গতরা এসব আশ্রয়‌কে‌ন্দ্র ও বিদ‌্যালয়গু‌লো‌তে আশ্রয় নি‌চ্ছে। এছাড়াও সকল উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা‌দের স্কুল-ক‌লেজ প‌রিস্কার ক‌রে খুলে দেওয়ার নি‌র্দেশনা দেওয়া হ‌য়ে‌ছে। প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রণে পর্যাপ্ত প‌রিমা‌নে শুক‌নো খাবার রাখা হ‌য়ে‌ছে ব‌লেও জানান তি‌নি।

সারাবাংলা/এএম

টপ নিউজ বন্যা বান্দরবান বৃষ্টি


বিজ্ঞাপন
সর্বশেষ

নড়াইলে মাশরাফিসহ ৯০ জনের নামে মামলা
১১ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৪০

সরকারের প্রথম একনেক ১৮ সেপ্টেম্বর
১১ সেপ্টেম্বর ২০২৪ ১৪:১৩

সম্পর্কিত খবর