Tuesday 10 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভ্যাকসিন কর্মসূচি সম্পর্কে গণসচেতনতা তৈরিতে মসজিদে যুবলীগ

সিনিয়র করেসপন্ডেন্ট
৬ আগস্ট ২০২১ ১৯:১৩

ঢাকা: রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ দেশের বিভিন্ন মসজিদে ইমামদের মাধ্যমে যুবলীগের বিভিন্ন ইউনিটের নেতারা করোনাভাইরাসের টিকা নেওয়ার প্রয়োজনীয়তা এবং গুরুত্ব সম্পর্কে মুসল্লিদের অবহিত করেছেন। শুক্রবার (৬ আগস্ট) জুমার নামাজের সময় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিলের আহ্বানে এ কর্মসূচি পালন করা হয়।

রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মহিউদ্দিন কাসেমী যুবলীগের কর্মসূচি সম্পর্কে বলেন, ‘মুসল্লিদেরকে আমরা টিকা গ্রহণ সম্পর্কে অবহিত করেছি।প্রধানমন্ত্রী আমাদের জীবন বাঁচাতে, দেশ বাঁচাতে ফ্রি টিকার ব্যবস্থা করেছেন। দেশপ্রেমিক নাগরিক হিসেবে এখন আমাদের ইমানি দায়িত্ব টিকা গ্রহণ করে দেশকে বাঁচানো। এই কথাগুলো প্রিয় মুসল্লিদের আমি অবহিত করেছি।’

যুবলীগের আহ্বানে হাইকোর্ট মাজার মসজিদের ইমাম আব্দুল কাদের মুসল্লিদের উদ্দেশে বলেন, ‘করোনাভাইরাসের এই মহাপ্রকোপ থেকে বাঁচতে টিকা গ্রহণের বিকল্প নাই। সরকার বিনামূল্যে টিকা দিচ্ছে। আপনারা আপনার পরিবার বাঁচাতে, দেশ বাঁচাতে অতি সত্ত্বর করোনাভাইরাসের টিকা গ্রহণ করুন।’

করোনাভাইরাস প্রতিরোধে গণ-টিকাদান সম্পর্কে গণ-সচেতনতা সৃষ্টিতে মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত, প্যাগোডার ভিক্ষু, গির্জার ফাদারসহ সব ধর্মীয় নেতাদের সম্পৃক্ত হওয়ার আহ্বান জানায় যুবলীগ। সেই আহ্বানের পর আজ দেশের বিভিন্ন জেলার মসজিদে মসজিদে করোনা ভাইরাস প্রতিরোধে গণ টিকাদান কর্মসূচি সম্পর্কে সচেতনতামূলক এ-কর্মসূচি পালিত হয়েছে।

সারাবাংলা/এমও

গণসচেতনতা ভ্যাকসিন কর্মসূচি যুবলীগ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর