Friday 04 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাইবান্ধায় একই রশিতে ২ যুবকের ঝুলন্ত লাশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ আগস্ট ২০২১ ১৩:০৪ | আপডেট: ১২ আগস্ট ২০২১ ১৬:৫৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফাইল ছবি

গাইবান্ধা: সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের পাঠানডাংগা মাঝিপাড়া গ্রামে বৃহস্পতিবার (১২ আগস্ট) সকালে একটি গাছে একই রশিতে ঝুলন্ত অবস্থায় দুই যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতরা হলেন- মৃনাল (২৬) ও সুমন (২৭) ।

গাইবান্ধা সদর থানার তদন্তকারী দারোগা বিশ্বজিৎ কুমার জানান, পাঠান ডাংগা মাঝিপাড়া গ্রামের রামচন্দ্র দাসের ছেলে মৃনাল চন্দ্র দাস ও চুনিয়াকান্দি গ্রামের নিতাই চন্দ্র দাসের ছেলে সুমন চন্দ্র দাস দুদিন আগে ঢাকায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর তাদের আর খোঁজ পাওয়া যাচ্ছিল না। দুইদিন পর গাছে দুজনের ঝুলন্ত লাশ দেখে গ্রামবাসী পুলিশে খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে।

বিজ্ঞাপন

লাশের পাশে তিন ব্যক্তির ছবি, ছুরি ও তাদের ব্যবহৃত ব্যাগ পড়ে থাকতে দেখা যায়। নিহতের স্বজনদের অভিযোগ, তাদের হত্যা করে গাছে ঝুলানো হয়েছে।

সারাবাংলা/এএম

গাইবান্ধা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর