Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেত্রকোনায় আরও ৪১ জনের করোনা শনাক্ত, মৃত্যু ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ আগস্ট ২০২১ ১৫:২৭

নেত্রকোনা: জেলায় গত ২৪ ঘণ্টায় আরও ৪১ জনের দেহে করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। আর একই সময়ে মারা গেছেন দুইজন। এতে করে জেলায় করোনায় মৃতের সংখ্যা ১১৫ জনে দাঁড়িয়েছে।

মঙ্গলবার (১৭ আগস্ট) জেলা সিভিল সার্জনের কার্যলয় থেকে এই তথ্য জানানো হয়েছে।

জেলা সিভিল সার্জনের তথ্যমতে, ময়মনসিংহ ল্যাবে ১৩০টি নমুনা পরীক্ষায় ২৫ জনের করোনা শনাক্ত হয়। জেলায় জিন এক্সপার্ট টেস্টে ৯টি নমুনা পরীক্ষায় চারজন শনাক্ত হয়েছেন। জেলায় র‌্যাপিড এন্টিজেন টেস্টে ৬০টির মধ্যে ১২ জন শনাক্ত হয়। এর মধ্যে ২০ জন পুরুষ ও ২১ জন নারী রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে জেলা সদরে ১৩ জন, পুর্বধলায় চায়জন, আটপাড়ায় দুইজন, মদনে একজন, কেন্দুয়ায় দুইজন, দুর্গাপুরে পাঁচজন, কলমাকান্দায় চারজন, মোহনগঞ্জে আটজন ও খালিয়াজুরীতে দুইজন রয়েছেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় দুই জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কলমাকান্দা উপজেলায় ২৬ বছর বয়সী নারী ও কেন্দুয়া উপজেলায় ৯০ বছর বয়সী পুরুষ মারা যান। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা ১১৫ জনে দাঁড়িয়েছে।

জেলায় এ পর্যন্ত পরীক্ষাগারে পাঠানো নমুনার সংখ্যা ২৯ হাজার ২০৩টি। তারমধ্যে ২৯ হাজার ১১১টির রির্পোট পাওয়া গেছে। এতে করে জেলায় মোট শনাক্তের সংখ্যা চার হাজার ৪৬৪ জনে দাঁড়িয়েছে। এ পর্যন্ত সুস্থ হয়েছেন দুই হাজার ৫১৩ জন।

সারাবাংলা/এনএস

করোনাভাইরাস নেত্রকোনা

বিজ্ঞাপন

সিইসি ও ৪ কমিশনারের শপথ আজ
২৪ নভেম্বর ২০২৪ ০১:৩৩

আরো

সম্পর্কিত খবর