Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুঁজিবাজারের ইতিহাসে সর্বোচ্চ অবস্থানে ডিএসই‌’র বাজার মূলধন

স্পেশাল করেসপন্ডেন্ট
২২ আগস্ট ২০২১ ১৭:১০

ফাইল ছবি

ঢাকা: পুঁজিবাজারে আবারও একদিনে চারটি নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। রোববার (২২ আগস্ট) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বাজার মূলধন প্রথমবারের মতো সাড়ে ৫ লাখ কোটি টাকা ছাড়িয়েছে। এদিন ডিএসইর বাজার মূলধন ৫ লাখ ৫৪ হাজার ৪৩৯ কোটি টাকায় উন্নীত হয়েছে। এটি পুঁজিবাজারের ইতিহাসে বাজার মূলধনের সর্বোচ্চ অবস্থান।

বাজার মূলধনের পাশাপাশি ডিএসইর প্রধান সূচকসূহ তিনটি সূচকই সর্বোচ্চ অবস্থানে উন্নীত হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে রোববার ডিএসইতে ৩৭৬টি কোম্পানির ৯০ কোটি ৬৪ লাখ ৫৪ হাজার ১৯০টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে ২৪৭টির, কমেছে ৯৬টির এবং ৩৩টির শেয়ারের দাম অপরিবর্তিত থাকে। দিনশেষে ডিএসইতে আর্থিক লেনদেনের পরিমাণ দাঁড়ায় ২ হাজার ৭০৬ কোটি ৩১ লাখ টাকা।

আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছে ২ হাজার ২১৮ কোটি ৮৮ লাখ টাকা। এদিন ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৮১ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৮৪২ পয়েন্টে উন্নীত হয়। এদিন ডিএসই শরিয়া সূচক ১৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪৭৯ পয়েন্ট, ডিএসইএ-৩০ সূচক ২৮ পয়েন্ট বেড়ে ২ হাজার ৪৫১ পয়েন্টে উঠে আসে।

অন্যদিকে, এদিন অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৩২৪টি কোম্পানির ৪ কোটি ৬৬ লাখ ২৭ হাজার ২৬২টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে ২১৮টির, কমেছে ৮৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির কোম্পানির শেয়ারের দাম।

দিনশেষে সিএসইতে ১০০ কোটি ৮ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিলো ৮৮ কোটি ৯৯ লাখ টাকা। এদিন সিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ২০৮ পয়েন্ট বেড়ে ১৯ হাজার ৯২১ পয়েন্টে উন্নীত হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/জিএস/এমও

ডিএসই পুঁজিবাজার বাজার মূলধন সর্বোচ্চ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর