Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গণমাধ্যমগুলো ‘সেলফ সেন্সরশিপ’ অনুশীলনে বাধ্য হচ্ছে: রব

স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ আগস্ট ২০২১ ২১:৫০

ফাইল ছবি

ঢাকা: জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডির) সভাপতি আ স ম আব্দুর রব বলেছেন, দুর্নীতি, অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের খবর প্রকাশ করার কারণে সাংবাদিক, ফটোগ্রাফার কার্টুনিস্ট এবং অন্য সমালোচকদের গ্রেফতার করে ত্রাসের এক ভয়ংকর পরিবেশ সৃষ্টির মাধ্যমে মত প্রকাশের স্বাধীনতা হরণ করে উদ্বেগজনক অবস্থার সৃষ্টি করা হয়েছে। এসব কারণে সংবাদপত্রকে ‘সেলফ সেন্সরশিপ’ অনুশীলন করতে বাধ্য করছে। এ ধারা অব্যাহত থাকলে সমাজ থেকে সত্য নির্বাসিত হবে এবং ভয়ংকর সমাজের উদ্ভব ঘটবে।

বিজ্ঞাপন

সোমবার (২৩) জেএসডির খুলনা বিভাগীয় সমন্বয় কমিটির ভার্চুয়াল আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

আ স ম আব্দুর রব বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইন প্রয়োগ করে গত তিন বছরে এক হাজারের বেশি লোককে গ্রেফতার করা হয়েছে। মানবাধিকার রক্ষায় রাষ্ট্র প্রতিনিয়ত ব্যর্থ হচ্ছে। গুম নির্যাতন এবং গ্রেফতারের শিকার হওয়া সাংবাদিকরা কোনোক্রমে বেঁচে গেলে সমগ্র জীবন তাদের কথা রুদ্ধ হয়ে যাচ্ছে। বেঁচে থেকেও শ্বাসরুদ্ধকর ও অনিরাপদ পরিবেশে জীবন যাপন করতে হচ্ছে। মত প্রকাশের স্বাধীনতা ক্রমেই সংকুচিত হচ্ছে।’

তিনি বলেন, ‘সত্য বিহীন, অধিকার বিহীন ও আইনের শাসন বিহীন একটি সমাজ কত ভয়ংকর হয়ে উঠতে পারে তা কল্পনাও করা যায় না। তাই ভবিষ্যৎ সমাজ বিনির্মাণের প্রয়োজনেই অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল বা সংশোধন করতে হবে। সমাজের সকল অংশের মানুষকে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তুলে ডিজিটাল নিরাপত্তা আইনসহ সকল কালাকানুন বাতিলে বাধ্য করে নৈতিক ও মানবিক সমাজ বিনির্মাণ করতে হবে।’

খুলনা বিভাগের সমন্বয়ক ও দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা সঞ্চালনা করেন দলের যুগ্ম সম্পাদক লোকমান হাকিম।

সারাবাংলা/এএইচএইচ/পিটিএম

আ স ম আবদুর রব জেএসডি

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর