Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভিয়েতনামকে মার্কিন জোটে যোগ দিতে আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক
২৫ আগস্ট ২০২১ ১৮:১০

দক্ষিণ-চীন সাগরে চীনের নিপীড়ন মোকাবিলায় ভিয়েতনামকে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন দেশটিতে সফররত মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা দেবী হ্যারিস।

বুধবার (২৫ আগস্ট) ভিয়েতনামের রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে এক বৈঠকে অংশ নিয়ে এই প্রস্তাব তুলে ধরেন তিনি।

এদিকে, ভিয়েতনামের প্রেসিডেন্ট নগুয়েন জুয়ান ফুকের সঙ্গে দেখা করে কমলা হ্যারিস বলেন, দক্ষিণ চীন সাগরে যেহেতু চীন জাতিসংঘের জলসীমা বিষয়ক সকল নির্দেশনা লঙ্ঘন করে সামরিক শক্তি বাড়াচ্ছে এবং নিপীড়ন অব্যাহত রেখেছে।

তাই, চীনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দিয়ে সংঘবদ্ধ হওয়ার আহ্বানও জানান তিনি।

এছাড়াও, বিরোধপূর্ণ জলসীমায় যুক্তরাষ্ট্রের নৌ বাহিনীর সদস্যরা ভিয়েনামের স্বার্থ রক্ষায় কাজ করতে প্রস্তুত বলে জানিয়েছেন কমলা হ্যারিস।

এর আগে, দক্ষিণ-পূর্ব এশিয়ায় যুক্তরাষ্ট্রের সুনাম পুনরুদ্ধারের মিশনে মঙ্গলবার সিঙ্গাপুরে পৌঁছান মার্কিন ভাইস প্রেসিডেন্ট। সেখান থেকে স্থানীয় সময় রাতে হ্যানয়ের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি।

অন্যদিকে, চীনবিরোধী জোটে যোগ দেওয়ার আহ্বান ছাড়াও ভিয়েতনামকে করোনা মোকাবিলায় ৬০ লাখ ডোজ ভ্যাকসিন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট।

এর বাইরেও জলবায়ু পরিবর্তন, বাণিজ্য এবং মহামারি মোকাবিলায় ভিয়েতনামের প্রতি সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

সারাবাংলা/একেএম

কমলা হ্যারিস ভিয়েতনাম

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর