Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেত্রকোনায় বিদ্যুতের তারে জড়িয়ে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ আগস্ট ২০২১ ১১:০১

নেত্রকোনা: মোহনগঞ্জ উপজেলায় মসজিদের ছাদের ওপর থেকে লাটিম পারতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে নূর হাসান (১১) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ আগস্ট) বিকেলের দিকে উপজেলার আদর্শনগর বাজারে এ ঘটনা ঘটে।

আদর্শনগর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. মোনাহার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত নূর হাসান পাবই গ্রামের সাবদুল মিয়ার ছেলে। সে আদর্শনগর দারুলউলুম হাফিজিয়া কওমি মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষার্থী।

সুয়াইর গ্রামের তারেক চৌধুরী জানান, আদর্শনগর বাজারে মাদ্রাসার পাশেই মসজিদ রয়েছে। খেলা করার সময় কেউ একজন নূর হাসানের লাটিমটি মসজিদের ছাদে ছুঁড়ে ফেলে দেয়। লাটিম আনতে গেলে ছাদের ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের মেইন তারে তার মাথায় শক লাগে। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে মোহনগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আদর্শনগর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. মোনাহার বলেন, ঘটনাস্থলে গিয়েছিলাম। পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে পরবর্তী করনীয় ঠিক করা হবে।

সারাবাংলা/এসএসএ

নেত্রকোনা

বিজ্ঞাপন

সিইসি ও ৪ কমিশনারের শপথ আজ
২৪ নভেম্বর ২০২৪ ০১:৩৩

আরো

সম্পর্কিত খবর