Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যেসব বিবেচনায় জামিন পেলেন পরীমনি

স্টাফ করেসপন্ডেন্ট
৩১ আগস্ট ২০২১ ১৬:০৩

ঢাকা: বনানী থানায় দায়ের করা মাদক মামলায় জামিন পেলেন আলোচিত চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার (৩১ আগস্ট) ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালত ৫০ হাজার টাকার মুচলেকায় তার জামিন আবেদন মঞ্জুর করেন। পুলিশ প্রতিবেদন জমা দেওয়া পর্যন্ত তার জামিন কার্যকর থাকবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

পরীমনির পক্ষের আইনজীবীরা বলেন, যেহেতু পরীমনির বিরুদ্ধে আর কোনো মামলায় নেই, তাই মুক্তি পেতে আর কোনো বাধা রইল না।

বিজ্ঞাপন

যেসব বিবেচনায় জামিন হলো পরীমনির

জামিন শুনানিতে আসামিপক্ষের আইনজীবী মজিবুর রহমান বলেন, ‘আসামি ২৬ দিন ধরে জেলহাজতে রয়েছেন। তাকে তিন দফায় রিমান্ডে নেওয়া হয়েছে, কিন্তু তার কাছ থেকে তেমন কিছু পাওয়া যায়নি। সে একজন অসুস্থ নারী।’

তিনি আরও বলেন, ‘আসামি একজন স্বনামধন্য অভিনেত্রী। বিভিন্ন পরিচালকের সঙ্গে সিনেমার চুক্তি আছে। যার মধ্যে সরকারি অর্থায়নে নির্মিতব্য প্রীতিলতা সিনেমাও রয়েছে। কারাগারে থাকায় তিনি সেসব চুক্তি পূরণ করতে পারছেন না। তাই সার্বিক বিবেচনায় জামিন চাইছি। পরীমনি জামিন দিলে তিনি পালিয়ে যাবেন না। তদন্তে বিঘ্ন ঘটাবেন না- এটা আদালতকে নিশ্চিত করতে পারি। আর তার বিরুদ্ধে যে ধারায় মামলা হয়েছে, সেটা প্রমাণিত হলে তার সর্বোচ্চ ৫ বছরের সাজা হতে পারে। যেকোনো শর্তে তাকে জামিন দিন। তার বিরুদ্ধে চার্জশিট দিলে আমরা ট্রায়াল ফেস করব।’

কিন্তু রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু জামিনের বিরোধিতা করেন। তিনি বলেন, ‘গত ৪ আগস্ট র‌্যাব তার বাসায় অভিযানে যায়। তার বাসার সামনে র‌্যাব এ ঘণ্টা দাঁড়িয়ে থাকে। কিন্তু তিনি দরজা খোলেনি। পরে দরজা খুললে র‌্যাব ভেতরে প্রবেশ করে। বাসায় মদের বোতল পাওয়া যায়। তার বাসা থেকে ১৮ দশমিক ৫ লিটার মদ পাওয়া গেছে। এছাড়া আরও অনেক খালি বোতল পাওয়া গেছে। র‌্যাবকে বাইরে এক ঘণ্টা দাঁড় করিয়ে রেখে তারা মদের বোতলগুলো খালি করে। এছাড়া তার বাসা থেকে এলএসডি ও আইস পাওয়া যায়। মাদক যুব সমাজকে ধ্বংস করছে। সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়েছে। পরীমনি মদের আসর বসিয়ে মাদক সেবন করতেন। তার বাসা থেকে ভয়াবহ মাদক উদ্ধার করা হয়েছে। মাদকের পরিমান বেশি, কাস্টডি কম। তাই তার জামিনের বিরোধিতা করছি।’

বিজ্ঞাপন

কিন্তু আদালত মানবিক, অসুস্থ, নারী ও অভিনেত্রী বিবেচনায় পরীমনিকে জামিন দেন। আদেশে জামিনের কারণ হিসাবে বিচারক এসব কথা উল্লেখ করেছেন বলে আসামিপক্ষের আইনজীবী জানিয়েছেন।

সারাবাংলা/এআই/পিটিএম

জামিন পরীমনি বিবেচনা

বিজ্ঞাপন

মাদকের টাকার জন্য মা'কে খুন
২৩ নভেম্বর ২০২৪ ০৮:৫৭

আরো

সম্পর্কিত খবর