Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিজিটালাইজড হচ্ছে ঢাকা-চট্টগ্রামের ক্যাবল নেটওয়ার্কিং সিস্টেম

স্পেশাল করেসপন্ডেন্ট
২ সেপ্টেম্বর ২০২১ ১৬:৪৮

ঢাকা: আগামী ৩০ নভেম্বরের পর থেকে ঢাকা ও চট্টগ্রামের ক্যাবল নেটওয়ার্কিং সিস্টেম কেউ অ্যানালগভাবে চালাতে পারবে না। সবাইকে ডিজিটাল বক্সে চালাতে সময় বেঁধে দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। একইসঙ্গে কুমিল্লা, বগুড়া, কুষ্টিয়া, রাঙামাটি, কক্সবাজার শহরে ৩১ ডিসেম্বরের মধ্যে ডিজিটালাইজড করতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সচিবালয়ে অ্যাটকো, টিভি চ্যানেল ডিস্ট্রিবিউটর, ক্যাবল অপারেটর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

মন্ত্রী হাছান মাহমুদ বলেন, ‘আমাদের আগে সিদ্ধান্ত ছিলো ৩০ সেপ্টেম্বরের মধ্যে ঢাকা ও চট্টগ্রাম শহরে ক্যাবল নেটওয়ার্কিং সিস্টেম ডিজিলাইজড করা। যদিও করোনার কারণে সে সিদ্ধান্ত বাস্তবায়ন করা যায়নি। তাই আগামী ৩০ নভেম্বরের মধ্যে ক্যাবল নেটওয়ার্কিং সিস্টেম ডিজিলাইজড করতে হবে। এ বিষয়ে গ্রাহকদের অবহিত করতে একটি পরিপত্র জারি করছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। ত্রিশ নভেম্বরের পরে অ্যানালগ সম্প্রচার বাতিল হবে, ডিজিটাল সম্প্রচার খুলে যাবে।’

মন্ত্রী আরও বলেন, ‘দেশে যেসব বিদেশি চ্যানেল আছে আইন অনুযায়ী তারা অবশ্যই তারা ক্লিনফিড চালাতে বাধ্য। কিন্তু বার বার তাগাদা দেওয়ার পরও এসব চ্যানেল তাদের সরাসরি এখানে পাঠাচ্ছে। সিদ্ধান্ত নিয়েছি ৩০ সেপ্টেম্বরের পরে দেশে ক্লিনফিড ছাড়া বিদেশি চ্যানেল চলতে পারবে না। ৩০ সেপ্টেম্বরের পর আমরা আইন প্রয়োগ করবো।’

পরপর দুই বছর নবায়ন না করার কারণে ১২০০ ক্যাবল অপারেটিং লাইসেন্স বাতিল করা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘আইন অনুযায়ী কেউ এক বছর নবায়ন না করলে লাইসেন্স বাতিল করা হয়। দেখা যাচ্ছে যাদের লাইসেন্স বাতিল করা হয়েছে তাদের কেউ কেউ এখনো কাজ করে যাচ্ছেন। এ নিয়ে জটিলতা তৈরি হচ্ছে। আমরা এ বিষয়ে কঠোর হচ্ছি। আমরা বলে দিয়েছি তারা একজনের এলাকা থেকে আরেকজনের এলাকায় যেতে পারবে না।’

সারাবাংলা/জেআর/এমও

ক্যাবল নেটওয়ার্কিং ক্যাবল নেটওয়ার্কিং সিস্টেম ডিজিটালাইজড ঢাকা-চট্টগ্রাম


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর