Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এক ট্রেন থেকে নামার পর আরেক ট্রেনের ধাক্কায় মাদরাসা ছাত্র নিহত

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ সেপ্টেম্বর ২০২১ ১৯:৫৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম ব্যুরো: ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেন থেকে চট্টগ্রামের সীতাকুণ্ডে নামার পর ঢাকামুখী আরেকটি ট্রেনের ধাক্কায় এক মাদরাসা ছাত্র মারা গেছে।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে সাতটার দিকে সীতাকুণ্ড রেলস্টেশনে ঢাকামুখী সুবর্ণ এক্সপ্রেসের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।

১৪ বছর বয়সী মাহবুবের বাড়ি মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলায়। মাহবুবসহ ১০ বন্ধু, যাদের সবাই মাদরাসার ছাত্র, তারা মুন্সীগঞ্জ থেকে সীতাকুণ্ডে বেড়াতে এসেছিলেন বলে জানিয়েছেন চট্টগ্রামের রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন।

ওসি নাজিম সারাবাংলাকে বলেন, ‘ঢাকা থেকে মেইল ট্রেনে এসে কিশোর বয়সী ১০ জন চট্টগ্রামের সীতাকুণ্ড রেলস্টেশনে নামেন। এদের মধ্যে ছয় জন প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়ান। মাহবুবসহ বাকি চারজন রেললাইনের পাশে দাঁড়ানো ছিল। তখন দ্রুতগামী সুবর্ণ এক্সপ্রেস সীতাকুণ্ড রেলস্টেশন অতিক্রম করছিল। ট্রেনের ধাক্কায় মাহবুবের মাথায় আঘাত লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’

বিজ্ঞাপন

মাহবুবের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে বলে ওসি নাজিম উদ্দিন জানিয়েছেন।

সারাবাংলা/আরডি/পিটিএম

ট্রেনের ধাক্কা নিহত মাদরাসা ছাত্র

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর