সড়কে বাধা, জেলা প্রশাসককে সিএনজিচালকদের স্মারকলিপি
১২ সেপ্টেম্বর ২০২১ ১৯:২৫
কুড়িগ্রাম: কুড়িগ্রাম-চিলমারী সড়কে গ্যাসচালিত সিএনজি অটোরিকশা চালানোয় বাধা দেওয়ায় জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে সিএনজিচালক ও মালিক সমিতি। স্মারকলিপিতে তারা এই রুটে নির্বিঘ্নে সিএনজি অটোরিকশা চলাচলের অনুমতি চেয়েছেন।
রোববার (১২ সেপ্টেম্বর) দুপুরে সিএনজিচালক ও মালিকরা জেলা প্রশাসকের কাছে এই স্মারকলিপি জমা দেন।
জানা গেছে, কুড়িগ্রামের উলিপুর-চিলমারী সড়কে ডিজেলচালিত জেএস ও মাহেন্দ্র চলাচল করছে অনেক আগে থেকেই। সম্প্রতি এই রুটে গ্যাসচালিত সিএনজি অটোরিকশাও চলাচল করতে শুরু করেছে। তবে জেএস ও মাহেন্দ্র মালিক সমিতি তাদের চলাচলে বাধা দিচ্ছে বলে অভিযোগ সিএনজিচালকদের। সে কারণেই তারা জেলা প্রশাসকের কার্যলয়ের সমানে সমবেত হয়ে স্মারকলিপি দেন।
জেলা অটোরিকশা ও সিএনজি মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. বিজয় চৌধুরী বলেন, বেকার সমস্যা সমাধানে আমরা ধার-দেনা করে গ্যাসচালিত সিএনজি কিনে তা চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছি। কিন্তু জেএস ও মাহেন্দ্র মালিক সমিতি আমাদের চলাচল করতে দিচ্ছে না। আমরা সিএনজি না চালাতে পারলে পরিবার নিয়ে যাব কোথায়?
সিএনজিচালকরা বলছেন, গাড়ি না চালাতে পারায় তাদের আয়-উপার্জন বন্ধ হয়ে গেছে। যারা ঋণ নিয়ে সিএনজি অটোরিকশা কিনেছেন, তারা ঋণের কিস্তি পরিশোধ করতে পারছে না। এ পরিস্থিতিতে জেলা প্রশাসক তাদের মানবেতর অবস্থা বিবেচনায় নিয়ে সিএনজি অটোরিকশা চালানোর সুযোগ করে দেবেন— এমনটিই প্রত্যাশা তাদের।
এ বিষয়ে জানতে চাইলে ট্রাফিক সার্জেন্ট জাহিদ সারোয়ার বলেন, দুই মালিক সমিতি মুখোমুখি অবস্থান নেওয়ায় আমরা কুড়িগ্রাম-চিলমারী সড়কে আপাতত সিএনজিচালক ও মালিক সমিতিকে গাড়ি চালানো বন্ধ রাখতে বলেছি। সেই সঙ্গে তাদের রেজিস্ট্রেশনসহ জেলা প্রশাসকের অনুতিমতি নিয়ে চলাচল করতে বলা হয়েছে।
সারাবাংলা/টিআর