Sunday 04 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডেমরায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ সেপ্টেম্বর ২০২১ ১১:২০

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর ডেমরা কোনাপাড়া এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সোহেল (৩০) নামে এক যুবক মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ যুবক। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এরপর গুরুতর আহত অবস্থায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত দেড়টার দিকে চিকিৎসক সোহেলকে মৃত ঘোষণা করেন।

নিহত সোহেল ডেমরা সানারপাড় এলাকায় থাকেন। তার বাবার নাম মো. আজাদ। সানারপার বাসস্ট্যান্ডে সুপারশপ রয়েছে তার।

বিজ্ঞাপন

আহতরা হলো—সুমন মিয়া (২৭), সুমন (২৮) ও অভিন (২৯)।

আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া রাসেল আহমেদ বলেন, রাতে সোহেলের ছোট ভাই পাভেলের বিয়ের অনুষ্ঠান ছিল। সানারপাড় এলাকায় সেই বিয়ের অনুষ্ঠান শেষ করে ১০-১২ জন বন্ধু মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। কোনাপাড়া এলাকায় আসলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুটি মোটরসাইকেল ছিটকে পড়ে যায়। এতে এক মোটরসাইকেল থাকা তিনজন এবং আরেক মোটরসাইকেল থাকা একজন গুরুতর আহত হয়। পরে তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে সোহেলকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/এসএসএ

সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর