Sunday 06 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিমানবন্দরে পিসিআর ল্যাব: ৭ কোম্পানিকে অনুমোদন দিয়ে প্রজ্ঞাপন

সিনিয়র করেসপন্ডেন্ট
১৫ সেপ্টেম্বর ২০২১ ২২:৩৩ | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২১ ০৪:৪১

ঢাকা: বিমানবন্দরে প্রবাসী ও বিদেশগামীদের নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত করতে প্রয়োজনীয় র‌্যাপিড পিসিআর নমুনা পরীক্ষার ল্যাব স্থাপনের জন্য সাতটি বেসরকারি প্রতিষ্ঠানকে অনুমোদন দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। নমুনা পরীক্ষার মূল্য ও ল্যাব স্থাপনের সময় বিবেচনায় নিয়ে স্বাস্থ্য অধিদফতরের কর্মকর্তাদের নিয়ে গঠিত কারিগরি কমিটির সুপারিশের ভিত্তিতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এসব ল্যাব অনুমোদন দিয়েছে। এসব বেসরকারি ল্যাবে প্রবাসী ও বিদেশগামীরা সর্বনিম্ন এক হাজার ৭০০ টাকা থেকে সর্বোচ্চ দুই হাজার ৩০০ টাকায় নমুনা পরীক্ষা করাতে পারবেন।

বিজ্ঞাপন

বুধবার (১৫ সেপ্টেম্বর) প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. সারোয়ার আজমের সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয় । এর আগে, মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সারাবাংলা ডটনেটে এই সাতটি ল্যাবের অনুমোদন দেওয়ার বিষয় জানিয়ে সংবাদ প্রকাশিত হয়।

অনুমোদন পাওয়া ল্যাবগুলো হলো— স্টেমজ হেলথ কেয়ার (বিডি) লিমিটেড ঢাকা, সিএসবিএফ হেলথ সেন্টার, এএমজেড হাসপাতাল লিমিটেড, আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতাল, জয়নুল হক সিকদার ওমেন্স মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, গুলশান ক্লিনিক লিমিটেড ও ডিএমএফআর মলিকুলার ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক।

এই সাতটি প্রতিষ্ঠানের মধ্যে স্টেমজ হেলথ কেয়ার তিন দিনের মধ্যে ল্যাব স্থাপন করতে পারবে বলে জানিয়েছে। তারা নমুনা পরীক্ষার মূল্য নির্ধারণ করেছে দুই হাজার টাকা। সিএসবিএফ হেলথ সেন্টারের ল্যাব স্থাপনে সময় লাগবে পাঁচ দিন, নমুনা পরীক্ষার খরচ এক হাজার ৫০০ টাকা। এএমজেড হাসপাতালও পাঁচ দিনে ল্যাব স্থাপন করতে পারবে, নমুনা পরীক্ষায় খরচ হবে এক হাজার ৮০০ টাকা।

এদিকে আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতাল চার দিনে ল্যাব স্থাপন করতে পারবে বলে জানিয়েছে, যারা নমুনা পরীক্ষার খরচ দেখিয়েছে ২ হাজার টাকা। এক হাজার ৭০০ টাকায় নমুনা পরীক্ষা করাবে জানিয়ে জয়নুল হক সিকদার ওমেন্স মেডিকেল কলেজ ল্যাব স্থাপনে ছয় দিন চেয়েছে। পাঁচ দিনে ল্যাব স্থাপন করতে পারবে বলে জানিয়েছে গুলশান ক্লিনিক, যাদের নমুনা পরীক্ষার খরচ এক হাজার ৭৫০ টাকা। আর ডিএমএফ চার দিনে ল্যাব স্থাপন করতে সময় চেয়েছে চার দিন, যেখানে নমুনা পরীক্ষার খরচ দুই হাজার ৩০০ টাকা।

বিজ্ঞাপন

আরও পড়ুন:

বিমানবন্দরে প্রবাসীদের জন্য পিসিআর ল্যাব স্থাপনে গঠিত টেকনিক্যাল কমিটির সুপারিশের পরে এই ল্যাবগুলো প্রবাসীকল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে বলে জানান সচিব।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বিমানবন্দরে বেসরকারিভাবে পিসিআর ল্যাব স্থাপন নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়েও একটি বৈঠক হয়। ওই বৈঠক থেকে পাওয়া নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্য অধিদফতরে অনুষ্ঠিত বৈঠকে সাতটি ল্যাব চূড়ান্ত করা হয়।

সূত্র জানায়, এদিন প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী সব বেসরকারি ল্যাব কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসে স্বাস্থ্য অধিদফতর। বৈঠকে পিসিআর মেশিন স্থাপনের জন্য আবেদন করা ২৪টি বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে ১৮টি ল্যাব কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন। তারা ল্যাব স্থাপনে নিজেদের প্রস্তাবনা ও নমুনা পরীক্ষার খরচ জানায়। একইসঙ্গে দ্রুততম সময়ে ও কত মেশিন দিয়ে নমুনা পরীক্ষা করতে পারবে, সে বিষয়েও তারা জানান অধিদফতরকে। পরে অধিদফতর বিমানবন্দরে পিসিআর ল্যাব স্থাপনের জন্য সাতটি প্রতিষ্ঠানকে চূড়ান্ত করে।

এর আগে, বিমানবন্দরে র‌্যাপিড পিসিআর পরীক্ষা না করালে বাংলাদেশসহ পাঁচটি দেশের নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে সংযুক্ত আরব আমিরাত সরকার। এ নির্দেশনায় বিপাকে পড়েন দেশটি থেকে বাংলাদেশে ছুটি কাটাতে আসা প্রবাসীরা। পরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে র‍্যাপিড পিসিআর মেশিন স্থাপনের উদ্যোগ নেয় প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

গত কয়েকদিন ধরেই বিষয়টি নিয়ে আলোচনা, বৈঠক চলছে। সবশেষ সোমবার প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ জানান, মঙ্গলবার পিসিআর ল্যাব স্থাপনের অনুমোদিত প্রতিষ্ঠানের নাম চূড়ান্ত হবে। শেষ পর্যন্ত বেশিসংখ্যক নমুনা পরীক্ষার সুযোগ করে দিতে সাতটি প্রতিষ্ঠানকে অনুমোদন দেওয়া হয়েছে।

সারাবাংলা/এসবি/পিটিএম

টপ নিউজ পিসিআর ল্যাব প্রজ্ঞাপন বিমানবন্দর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর